নিল কিজ
2023-10-08 16:02:57

নিল কিজ বা লি চিউজে ১৯৮০ সালের ২৬ নভেম্বরে দক্ষিণ কোরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন আমেরিকান-কোরীয় চীনা ভাষার পপসঙ্গীতের গায়ক, অভিনেতা, সঙ্গীত প্রযোজক ও গীতিকার। 

১৯৯৭ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় ‘ভয়েস’ সঙ্গীতদলের সঙ্গে শোবিজে প্রবেশ করেন। ২০০৩ সালে তিনি চীনের তাইওয়ানে গিয়ে সঙ্গীতদল মাচি’তে যোগ দেন এবং নিকি নাম গ্রহণ করে চীনা ভাষার সঙ্গীতমহলে প্রবেশ করেন। ২০০৫ সালের ২২ এপ্রিল তিনি প্রথম একক অ্যালবাম ‘ছায়া’ প্রকাশ করেন।


শুনছিলেন নিল কিজের ‘ছায়া’ গানটি। আসলে ‘ছায়া’ একটি ম্যান্ডারিন ভাষার অ্যালবাম। এতে মোট ১১টি গান অন্তর্ভূক্ত করা হয়েছে। ২০০৬ সালে নিল কিজ তার অ্যালবাম দিয়ে ষষ্ঠ পেপসি মিউজিক চার্টে হংকং ও তাইওয়ানের ‘শ্রেষ্ঠ নবাগত শিল্পী’ পুরষ্কারের জন্য মনোনীত হন। অ্যালবামে চারটি প্রধান গানের মধ্যে তিনটিই দুঃখ ও বিষাদের গান। ‘মুক্তি’ গানটি এ তিনটির মধ্যে অন্যতম। 

২০০৬ সালের এপ্রিলে নিল কিজ তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘বাবু এটা আমি’ প্রকাশ করেন। এতে মোট ১০টি গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবামটি দিয়ে তিনি ১৮তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে ‘ম্যান্ডারিন ভাষার সেরা পুরুষ কণ্ঠশিল্পী’ পুরষ্কার জেতেন। 


২০০৭ সালে নিল কিজ তাইওয়ানের একটি নাটকে অভিনয় করেন। একই বছরের ১২ অক্টোবরে তিনি তাঁর তৃতীয় অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের নাম হলো ‘খুব বেশি চিন্তা’। ২০০৮ সালের ২২ আগস্টে তিনি তাঁর চতুর্থ অ্যালবাম ‘না, পারফেক্ট’ প্রকাশ করেন। অ্যালবামের শিরোনামের ও প্রধান গান ছাড়া এতে আরও নয়টি গান অন্তর্ভূক্ত হয়। পরে তিনি চলচ্চিত্র ‘দ্য ফরবিডেন কিংডম’ বা ‘কিংস অব কুংফু’র চীনা ভাষার থিমসং ‘পূর্বাভাস’ রচনা করেন এবং গানটি গান। 

২০১০ সালের ১৭ সেপ্টেম্বরে নিল কিজ একটি নতুন অ্যালবাম ‘খুবই দীর্ঘ’ প্রকাশ করেন। এতে মোট ৯টি গান অন্তর্ভূক্ত হয়। তিনি আশা করেন, তাঁর সঙ্গীত দীর্ঘস্থায়ী হবে। তাই তিনি অ্যালবামটির এমন নাম রাখেন। তিনি পাশাপাশি অ্যালবামটির প্রযোজকও। 


অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে নিল কিজের আরেকটি গান শোনাব। গানের নাম ‘তুমি কি মনে রাখবে?’। গানটি তাঁর ২০১৮ সালের ১৫ জানুয়ারিতে প্রকাশিত একই শিরোনামের অ্যালবাম থেকে নেওয়া। 

(প্রেমা/রহমান)