‘দশ বছর পর নিজের জন্য গান’
2023-10-07 14:21:15

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি ছি, ১৯৯০ সালের ৯ জানুয়ারি চীনের চিয়াংসু প্রদেশের সুই চৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালে চিয়াংসু নর্মাল ইউনিভার্সিটির মিউজিক বিভাগ থেকে স্নাতক হন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী।

২০১২ সালে লি ছি ‘ভয়েস অব চায়নার’ দ্বিতীয় সিজনে অংশ নেন এবং দেশের চ্যাম্পিয়ন হন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘দশ বছর পর নিজের জন্য গান’ রিলিজ হয়। ২০১৫ সালের মে মাসে, লি ছি দেশব্যাপী কনসার্ট শুরু করেন।

 

বন্ধুরা, এখন শুনুন লি ছি’র গান ‘দশ বছর পর নিজের জন্য গান’। গানের কথাগুলো এমন: অভ্যাস হয়েছে, একাই বৃষ্টিতে ভিজি। অভ্যাস হয়েছে, কেউ আমাকে কেয়ার করে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হই, নিজের অশ্রু মনে লুকিয়ে রাখি। তবে আমি কখনই নতি স্বীকার করি না। দশ বছর পর নিজের জন্য গান গাই, সব অশ্রু, সব দুঃখ, চলে যায়। কান্না, হাসি- সবই জীবনের অভিজ্ঞতা। দশ বছর পর নিজের জন্য গান গাই, নিজেকে ধন্যবাদ জানাই। মনের সাহস কখনই ভুলি না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন লি ছি’র গান ‘যৌবন’। গানের কথাগুলো এমন: একটি দ্রুত স্বপ্ন। উড়ন্ত যৌবন শেষ হতে চলেছে। আনন্দময় হাসি থাকে, রৌদ্রোজ্জ্বল খেলার মাঠে। একটি দ্রুত স্বপ্ন। বৃষ্টির পর ক্যাম্পাসের রাস্তার পাশে গাছের সারি। প্রেমিকদের লাগানো মানত। এখন আর বাড়ে না। ধর্মনিরপেক্ষ বিশ্ব আপনার মুখের উপর হামাগুড়ি দেওয়া নিয়তি। ভবিষ্যৎ কেমন হবে তা ভাবার সাহস পাই না। যুবক, দয়া করে থাকুন। আমি হঠাৎ বড় হতে অভ্যস্ত নই।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লি ছি’র কণ্ঠে ‘তখন’ নামে গানটি। গানের কথাগুলো এমন: তখন বয়স কম, মাঝে মাঝে তুমি ফিরে তাকাও। তখন ছোট, হয়তো জানতাম না, ক্যাম্পাসের তারা কত সুন্দর হয়। তখন বয়স কম, তবে তোমার গৌরব হতে চাই। তোমার সঙ্গে এই বিশ্বের শেষ পর্যন্ত যেতে চাই। তোমার আসনে বসি, তোমার হাসি, আমি দেখেছি। যদি আবার দেখা হয়, নিশ্চয় তোমাকে শুভেচ্ছা জানাব।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই লি ছি’র কণ্ঠে ‘স্বপ্ন বাস্তবায়ন’ নামে গানটি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)