‘প্রেমের জন্য পাগল হই’
2023-10-07 14:22:34

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং ওয়েন, চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০১১ সালে তাঁর অ্যালবাম ‘পুরুষের চল্লিশ বছর’ প্রকাশিত হয়।

 

২০১২ সালে ওয়াং ওয়েন ‘পুরুষের ৪০  বছর বয়স’ অ্যালবাম দিয়ে সে বছরের শ্রেষ্ঠ দশটি রেকর্ডসের’ পুরস্কার জিতে নেন। ২০২০ সালে ওয়াং ওয়েন ১২তম শ্রেষ্ঠ চীনা ভাষা সংগীতের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর পুরস্কার পান। ২০২১ সালে তাঁর অ্যালবাম ‘সত্য, ওয়াং ওয়েন’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ওয়েনের গান ‘প্রেমের জন্য পাগল হই’। গানের কথাগুলো এমন: আমি বসন্তকাল থেকে আসি, তুমি শরত্কালে বিদায় দিতে চাও। ঠিক করেছি, তোমার জন্য মন খারাপ করবো না। তবে আমার মেজাজ কিভাবে ভালো হতে পারে। কেন এভাবে হয়, তুমি সবসময় আমার মনে থাকো। তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি, আমার সঙ্গে চিরদিন থাকতে চাও? যদি প্রেম এত দুঃখের হয়, কেন আমাকে জানিও না। দিন রাত ধরে তোমাকে জিজ্ঞেস করি, কোনো উত্তর পাই না। তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি কি আমার মত প্রেমের জন্য পাগল হতে পারো?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ওয়েনের গান ‘আজ রাতে তুমি আসবে কি না’। গানের কথায় বলা হয়, হয়তো তুমি একটি সুন্দর ছায়া, হয়তো তা আমাদের কথা। তুমি আমার জীবনের সেই প্রিয়। হয়তো তুমি একটি ভ্রাম্যমাণ মেঘ, হয়তো তুমি এখন সিদ্ধান্ত নেবে না। যখন তুমি চলে যাচ্ছো, তুমি কিভাবে জানতে পারবে, আমার মনে শুধু তুমি থাকো। আজ রাতে তুমি আসবে কিনা, তোমার প্রেম আছে কিনা। আমি ভবিষ্যত চাই না, তুমি আজ রাতে আসবে কি?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং ওয়েনের গান ‘পরে’। গানের কথাগুলো এমন: পরে, আমি শিখতে পেরেছি, কিভাবে ভালোবাসবো। তবে তুমি অনেক আগে চলে গেছো। পরে অশ্রুর মাধ্যমে বুঝতে পেরেছি, কাউকে মিস করলে আর দেখা পাবো না। তখনকার প্রেম, অনেক সহজ। এমন গভীর রাতে, তুমি কি আমার মতো, অতীতের কথা স্মরণ করছ!

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং ওয়েনের আরেকটি গান, গানের নাম ‘বৃষ্টিতে প্রেমিকা’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)