কুইচৌ দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান-কুইচৌ মালভূমিতে অবস্থিত এবং এখানকার ভূমিরূপ ‘কার্স্ট’ শ্রেণির। কার্স্ট হলো এমন একটি টপোগ্রাফি বা ভূসংস্থান যা চুনাপাথর, ডলোমাইট ও জিপসামের মতো দ্রবণীয় কার্বনেট শিলার দ্রবীভূতকরণ থেকে গঠিত। এখানকার ভারী পর্বতগুলো এক সময় স্থানীয় উন্নয়ন ও মানুষের বাহ্যিক যোগাযোগকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতো। বর্তমানে কুইচৌ ‘কার্স্ট কিংডম’ হিসাবে পরিচিত। সেখানকার অগণিত উচ্চ সেতু ও সুবিধাজনক অবকাঠামো প্রত্যন্ত অঞ্চলগুলোকে সংযুক্ত করেছে এং প্রাকৃতিক খাদকে মসৃণ রাস্তায় পরিণত করেছে। রুক্ষ ভৌগোলিক পরিবেশ এখন আর কুইচৌয়ের বিকাশকে সীমাবদ্ধকারী কোনো ত্রুটি বা অসুবিধা নয়। বরং এটা কুইচৌতে আউটডোর গেমস বা বহিরঙ্গন খেলাধুলা বিকাশের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করেছে।
মাঠে রেসিং থেকে আকাশে উড্ডয়ন - কুইচৌ প্রদেশ তার পাহাড় ও পর্বতমালা দিয়ে বহিরঙ্গন ক্রীড়া অনুরাগীদের স্বর্গ হয়ে উঠেছে। জটিল ও খাড়া ভৌগলিক পরিবেশ কুইচৌকে চরম ক্রীড়া ইভেন্ট ও বহিরঙ্গন ক্রীড়া প্রেমীদের একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। মাউন্টেন বাইকিং, ম্যারাথন, হাইকিং, রক ক্লাইম্বিং, সেইলিং, ক্যাভিং, ক্রস-কান্ট্রি, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিংসহ বিভিন্ন ধরনের আউটডোর স্পোর্টস ক্রীড়ামোদীদের বিভিন্ন বহিরঙ্গন অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক বিকল্প দিয়েছে।
ফ্রান্স থেকে আসা ফ্রেডেরিক মুর একজন বাইসাইকেল মোটোক্রোস বা বিএমএক্সের রাইডার। তিনি কুইচৌয়ের একজন জামাই। একটানা ৮ বছর ধরে চীনে বাস করছেন তিনি।
বাবার প্রভাবে ছোটবেলা থেকেই তিনি বিএমএক্সের সঙ্গে জড়িত হন। পরে তিনি একজন পেশাদার বিএমএক্স রাইডার হওয়ার সিদ্ধান্ত নেন। মুর ২০০৯ বিএমএক্স ফ্রেঞ্চ চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ এবং ২০০৯ বিএমএক্স ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রানার্স-আপসহ অনেক সম্মান জেতেন। বৈচিত্র্যময় প্রতিযোগিতার অভিজ্ঞতার অধিকারী মুর ১৯৮২ সালে ফ্রান্সে নিজের বিএমএক্সের ক্লাব প্রতিষ্ঠা করেন এবং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের মার্চ মাসে তিনি একটি নতুন পরিচয় পেয়েছেন এবং সেটি হলো কুইচৌ প্রদেশের বিএমএক্স দলের কোচ। মুর বলেন, এই প্রথম তিনি চীনে কোচের দায়িত্ব পালন করছেন এবং এটি সত্যিই একটি বড় চ্যালেঞ্চ। তবে দলের সদস্যরা অধ্যবসায়ী। শূন্য থেকে শুরু হলেও কুইচৌ বিএমএক্স দল চমত্কার একটি দল হয়ে উঠবে বলে তিনি বিশ্বাস করেন।
চীনে বসতি স্থাপনের কারণ সম্পর্কে কথা বলার সময় মুর সাংবাদিকদের বলেছিলেন, কুইচৌয়ের সমৃদ্ধ পর্বত-পর্যটন এবং ক্রীড়াসম্পদ তাকে এই ভূমির প্রেমে ফেলেছে। তিনি বলেন, “পাহাড়ের খেলাধুলার ভবিষ্যৎ উন্নয়ন সবুজ ও টেকসই। এই টেকসইতা পাহাড় ও বনসহ প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, তিনি কুইচৌতে পাহাড়ি ক্রীড়ার প্রসার ও বিকাশে এবং চীনে ও আন্তর্জাতিক বিএমএক্স প্রতিযোগিতায় ভালো ফল অর্জনে কুইচৌ প্রদেশকে সাহায্য করতে পারবেন।
কুইচৌ সাম্প্রতিক বছরগুলোতে পর্বত-সম্পদের উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে বহিরঙ্গন ক্রীড়ার প্রসার করে আসছে। জটিল ও বৈচিত্র্যময় প্রাকৃতিক ভৌগোলিক অবস্থা এবং ভৌগলিক ত্রুটিগুলো সুবিধায় পরিণত হোক। সাম্প্রতিক বছরগুলোতে ‘গ্রামের দুই ইভেন্ট’, অথবা ‘ভিলেজ সুপার লিগ’ এবং গ্রামীণ বাস্কেটবল গেম কুইচৌয়ের লোকক্রীড়া পরিবেশকে আরও উদ্দীপনাময় করে তুলেছে এবং ধীরে ধীরে কুইচৌকে আন্তর্জাতিক ইভেন্ট ও আন্তর্জাতিক ক্রীড়াবিদদের নজরে নিয়ে এসেছে।
চেক প্রজাতন্ত্রের জিন বেরানেক একজন চরম ক্রীড়া ও স্টান্ট বিশেষজ্ঞ। একজন আইটি প্রকৌশলী হিসেবে কাজ করলেও তিনি স্কাইডাইভিং পছন্দ করেন এবং স্কাইডাইভিং প্রশিক্ষকও হয়ে উঠেছেন। তার কয়েক হাজার স্কাইডাইভিং অভিজ্ঞতা রয়েছে।
তিনি বলেন, “চীনের কুইচৌতে বেইপানচিয়াং ব্রিজে আসা এবং বিশ্বের সবচেয়ে উঁচু সেতুতে বেস জাম্পিং প্রতিযোগিতায় অংশ নেওয়া তার জন্য খুবই উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা ছিল। দৃশ্যাবলী, পর্বত ও সেতু সবই শ্বাসরুদ্ধকর। সেতুটি খুব উঁচুতে ছিল, তাই বাতাসে কিছু স্টান্ট করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় ছিল। তারপর নিরাপদে অবতরণ করা হয়।”
চীনের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত একটি অভ্যন্তরীণ প্রদেশ থেকে কুইচৌ এখন একটি ‘মাউন্টেন পার্ক প্রদেশ’ হয়ে উঠেছে। ক্রীড়ায় সমৃদ্ধ কুইচৌ এখন একটি পুনরুজ্জীবনের পথে যাত্রা করেছে, যা সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটনের মধ্যে সমন্বয় ঘটিয়েছে এর নিজের জন্য একটি আশাজাগানিয়া ভবিষ্যৎ তৈরি করেছে। লিলি/রহমান