‘লোকগান যেন বসন্ত নদী’
2023-10-05 10:00:14



আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় মঙ্গোলিয়ান জাতির গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম সেচেন গেরেল। তিনি তার আকর্ষণীয় কণ্ঠ ও বৈশিষ্ট্যময় সংগীতশৈলীর জন্য পরিচিত। মঙ্গোলিয়ান জাতির ঐতিহ্যবাহী সংগীত ও পপ, রক সংগীতের মিশ্রণ তার গানের বৈশিষ্ট্য। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সেচেন গেরেলের গাওয়া একটি জনপ্রিয় মঙ্গোলিয়ান লোকগান ‘মদের গান’।গান ১

 

সেচেন গেরেল ১৯৬৮ সালে চীনের ইনার মঙ্গোলিয়ার সিলিন গোল বিভাগে জন্মগ্রহণ করেন। মঙ্গোলিয়ান ভাষায় তার নামের অর্থ ‘জ্ঞানের আলো’। গান গাওয়া ও নাচ করা যেন মঙ্গোলিয়ান জাতির মানুষের প্রতিভা। ছোট থেকেই সেচেন গেরেল ভালো গান ও নাচ করতে পারেন। ১৩ বছর বয়সে তিনি চীনের ইনার মঙ্গোলিয়া আর্ট ইনস্টিটিউটে ভর্তি হয়ে নৃত্য শিখেন। স্কুলজীবনে তিনি নাচ শিখার পাশাপাশি সংগীতের প্রতি বেশ আগ্রহী ছিলেন। বিভিন্ন জায়গায় পারফর্ম করার সময় সেচেন গেরেল রক, পপ, জ্যাজ ইত্যাদি পাশ্চাত্য সংগীত শোনেন এবং তার খুব পছন্দ হয়। যত বেশি এসব গান শোনেন, তত বেশি তিনি শিল্পী হতে চান। অবশেষে ২০ বছর বয়সে সেচেন গেরেল নৃত্য ট্রুপের কাজ ছেড়ে দেন, নিজের সংগীতের স্বপ্ন অনুসরণ করতে শুরু করেন।গান ২

 

১৯৯০ সালে সেচেন গেরেল বন্ধুর সঙ্গে ব্যান্ড ‘ঈগল’ প্রতিষ্ঠা করেন, তিনি ব্যান্ডে বেস বাদকের ভূমিকা পালন করেন। আরো ভালো উন্নয়নের জন্য ১৯৯৪ সালে সেচেন গেরেল ও ঈগল ব্যান্ড দক্ষিণাঞ্চলের শেনচেন শহর থেকে রাজধানী বেইজিংয়ে আসে। সেই বছর সেচেন গেরেল তার প্রথম ব্যক্তিগত গান ‘মঙ্গোলিয়ান অশ্বারোহী’ প্রকাশ করেন। যা মঙ্গোলিয়ান রক মহলে বেশ জনপ্রিয় হয়। পরে তিনি ও তার ব্যান্ড চীনের বিভিন্ন শহর এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পারফর্ম করে। তবে ভিন্ন সংগীত ধারণার কারণে ১৯৯৮ সালে ঈগল ব্যান্ড ভেঙে যায়। বন্ধুরা, এখন শুনুন সেচেন গেরেলের নিজের রচিত একটি সুন্দর গান ‘সুখ’।গান ৩

 

১৯৯৯ সালে সেচেন গেরেলের প্রথম অ্যালবাম ‘নতুন শতাব্দী’ মুক্তি পায়। অ্যালবামের বেশিরভাগ গান তিনি নিজ রচনা করেছেন। সেচেন গেরেলের বিশেষ কণ্ঠ ও গান গাওয়ার পদ্ধতি এবং মঙ্গোলিয়ান সংগীত ও পপ সংগীত মিশ্রিত বিশেষ সংগীতশৈলীর অ্যালবাম মুক্তির পরই মানুষের নজর কেড়েছে। তিনি এই অ্যালবামের জন্য সে বছরের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার জয় করেন। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে সেচেন গেরেলের একটি সুন্দর গান ‘নতুন শতাব্দী’।গান ৪

 

বন্ধুরা, পরের যে গান আমরা শুনবো সেটাও সেচেন গেরেলের ‘নতুন শতাব্দী’ অ্যালবামের একটি গান। গানের নাম ‘লোকগান যেন বসন্ত নদী’। গানটি হল চীনের কুয়াংসি অঞ্চলের একটি ব্যাপক প্রচলিত লোকগান। জনপ্রিয় চলচ্চিত্র ‘লিউ সান চিয়ে’র মাধ্যমে গানটি চীনে অনেক জনপ্রিয় হয়েছে। সেচেন গেরেল এই লোকসংগীতে পপ সংগীতের উপাদান যোগ করেন এবং তার বিশেষ মঙ্গোলিয়ান গান গাওয়ার পদ্ধতিতে এই গান নতুন করে গেয়েছেন। গানটি তার সবচেয়ে জনপ্রিয় একটি গানে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন শুনুন সেচেন গেরেলের গাওয়া গান ‘লোকগান যেন বসন্ত নদী’।গান ৫

 

২০০১ সাল থেকে সেচেন গেরেল টানা কয়েক বছর ধরে চীনের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী টিভি অনুষ্ঠান বসন্ত উত্সব গালায় পারফর্ম করেন। তার গানগুলো ঐতিহ্যবাহী সংগীত ও আধুনিক সংগীত, প্রাচ্য সংগীত ও পাশ্চাত্য সংগীতের সুন্দর মিশ্রণ হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এখন শুনুন সেচেন গেরেলের গাওয়া বুরিয়াটিয়ার একটি প্রচলিত লোকসংগীত ‘ছোট ঘাস’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে সেচেন গেরেলের আরেকটি সুন্দর গান ‘ওই পূর্বের পাহাড়ের শিখরে’ শুনবো। গানের লেখক চীনের বিখ্যাত তিব্বতি কবি ক্যাংইয়াং গ্যাতসো। গানটিতে নারীদের প্রশংসা করা হয়। আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।