এশিয়ান গেমস ও জাতীয় দিবস; হাংচৌ শহরে পর্যটকের ঢেউ
2023-10-04 21:29:58


এবারের এশিয়ান গেমস চলাকালে, চীনের ঐতিহ্যবাহী শারদীয় দিবস এবং জাতীয় দিবস পালিত হয়েছে। সব মিলিয়ে হাংচৌ শহরে ভ্রমণ উর্ধ্বমুখী হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ পর্যটক আগমন করবে বলে অনুমান করা হচ্ছে।

হাংচৌয়ের বিখ্যাত ল্যান্ডমার্ক-পশ্চিম হ্রদে গত কয়েক দিন বৃষ্টি পড়েছে। তা সত্ত্বেও পর্যটকদের সুন্দর দৃশ্য উপভোগের আগ্রহ কমে নি। আমাদের ক্যামেরায় দেখা যায় যে, অনেক পর্যটক এখানে আসছেন। বৃষ্টিতে সবাই আরামদায়কভাবে লেকের তীর ঘিরে হাঁটাহাঁটি করেন এবং কুয়াশা ঢাকা লেকের সৌন্দর্য উপভোগ করেন। কেউ কেউ চীনের ঐতিহ্যবাহী কাপড় পরে সুন্দর ভঙ্গিতে ছবি তোলার মাধ্যমে এ সুন্দর মুহূর্ত রেকর্ড করেন। অনেক বাবামা বাচ্চাকে নিয়ে এখানে আসছেন। বাচ্চারা কবুতরের সঙ্গে খেলে এবং তাদেরকে খাওয়ায়। পশ্চিম হ্রদে অসাধারণ প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে কাঠবিড়ালি সহজে দেখা যায়। নানা গাছে অনেক কাঠবিড়ালি লাফালাফি করে। কাঠবিড়ালিগুলো পর্যটকদের ভয় পায় না, এমনকি খুব কাছেও আসে। যা পর্যটকদের দারুণ আনন্দ দেয়।


চীনে একটি কথা প্রচলিত আছে, রৌদ্রোজ্জ্বল পশ্চিম হ্রদ বৃষ্টিস্নাত পশ্চিম হ্রদের মতো ভাল নয় এবং বৃষ্টিস্নাত পশ্চিম হ্রদটি তুষারময় পশ্চিম হ্রদের মতো ভাল নয়। তাই বৃষ্টিতে পশ্চিম হ্রদের সৌন্দর্য উপভোগ করা আরও চমত্কার বিষয়।

 

এশিয়ান গেমসের চার্টার্ড মার্চেন্ডাইজ স্টোরের বাইরে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়। অলিম্পিকের স্মৃতিচিহ্নগুলো তাক লাগানোর মতো।

 

শহরের অন্যতম জনপ্রিয় ব্যবসায়িক এলাকা হুবিন পথচারী স্ট্রিটে অবস্থিত একটি দোকানে, স্থানীয়দের দীর্ঘ সারি তাদের বাড়ির গেমের পেরিফেরাল পণ্য কিনতে জড়ো হয়েছিল।

গেমসের আয়োজক কমিটি পোশাক, সিরামিক, স্টেশনারি পণ্য, পুতুল এবং খেলনা, হস্তশিল্প, কি চেইন এবং স্মারক ব্যাজ-সহ ১৭টি বিভিন্ন বিভাগে ইভেন্টের জন্য প্রায় ১১০০ স্বীকৃত পণ্য তৈরি করেছে।

 

দোকানের কর্মচারীদের মতে, মাস্কট- লিয়ানলিয়ান, ছোং ছোং এবং চেনচেনের স্টাফড পুতুল সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

 

"এশিয়ান গেমসের তিনটি মাস্কট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আমরা বারবার আমাদের স্টক পূরণ করছি কারণ একবার তারা পৌঁছালে, সেসব দ্রুত বিক্রি হয়ে যাবে। আমরা প্রতিদিন অন্তত একবার মাস্কটগুলি পূরণ করে চলেছি," দোকানের প্রধান চেন চেন একথা বলছিলেন।


 

 


 

চীনা পর্যটকের পাশাপাশি এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়, সাংবাদিক এবং কর্মকর্তারা হাং চৌকে চাঙ্গা করে তুলেছেন। হাং চৌ শহরের বিভিন্ন স্থানে তাদের দেখা যায়। গেমসের পাশাপাশি তারা এ শহরে খাওয়া-দাওয়া, বিনোদন এবং শপিং করছেন। চীনের ইয়েল্প (Yelp) আপলিকেশনে তারা হাংচৌয়ের জীবন সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেছেন। ইয়েল্পের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত এক সপ্তাহে হাং চৌ অঞ্চলে ইংরেজি ভাষায় মন্তব্যের পরিমাণ ৩০০টিরও বেশি বেড়েছে।

 

(রুবি/তৌহিদ)