বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এর শিরোনাম ‘চাঁদের দিকে তাকিয়ে পরিবারকে ভাবা’; চীনা ভাষায় বলা হয় ‘望月怀远’। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠটি হল, চীনের থাং রাজবংশের বিখ্যাত কবি চাং চিউ লিং লিখিত একটি কবিতা। ছোট থেকেই তাঁর উচ্চ সাহিত্যিক প্রতিভা দেখা যায়। মাত্র ১৩ বছর বয়সে ভালো প্রবন্ধ লিখতে পারেন চাং চিউ লিং। ২৪ বছর বয়সে তিনি সরকারি কাজ শুরু করেন। রাজনীতিবিদ হিসেবে চাং চিউ লিং দুর্নীতিদমন, যোগ্য ব্যক্তি নির্বাচন, কৃষি উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে অনেক সংস্কার করেছেন এবং দেশের উন্নয়নে বড় অবদান রেখেছেন। থাং রাজবংশের সবচেয়ে সমৃদ্ধ সময়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কবি হিসেবে তিনি প্রাকৃতিক দৃশ্য লেখার মাধ্যমে নিজের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং সমাজ ও সাধারণ মানুষকে নিয়ে অনেক কবিতা লিখেছেন। যা আগের কবিতার পরিবর্তন এনেছে। তার কবিতার ভাষা ও ছন্দ সুন্দর, আবেগ আন্তরিক, যা পরবর্তী কবিতা উন্নয়নে বড় প্রভাব ফেলেছে।
বন্ধুরা, আজকের পাঠ হল চাং চিউ লিংয়ের চীনের মধ্যশরৎ উত্সবের সময় লিখিত একটি কবিতা। এই উত্সব চীনে পুনর্মিলনের একটি উত্সব। যারা জন্মস্থানে ফিরতে পারে না, তারা সেই রাতে আকাশের পূর্ণ চাঁদের দিকে তাকিয়ে পরিবারের কথা স্মরণ করে। এই কবিতায় লেখা হয়- মধ্যশরৎ উত্সবের রাতে সমুদ্রতীরে দাড়িয়ে পূর্ণিমা দেখতে দেখতে পরিবারকে মনে করার দৃশ্য। পরিবারে ফিরতে না পারলেও কবি লিখেছেন, দূরে থাকা মানুষরা একই চাঁদ উপভোগ করতে পারে, যেন মিস ও ভালোবাসা চাঁদের মাধ্যমে দূরের মানুষের কাছে পৌঁছে যায়। এই কথাটি এখনও বেশ জনপ্রিয়।
এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
月亮 yuè liàng চাঁদ 明月míng yuè উজ্জ্বল চাঁদ 满月 mǎn yuè পূর্ণিমা 今晚的月亮很圆 jīn wǎn de yuè liàng hěn yuán আজ রাতে চাঁদ অনেক গোলাকার 海上升起了明月 hǎi shàng sheng qǐ le míng yuè উজ্জ্বল চাঁদ সমুদ্র থেকে উঠেছে
象征 xiàng zhēng প্রতীক 满月象征着团圆 mǎn yuè xiàng zhēng zhe tuán yuán পূর্ণিমা পুনর্মিলনের প্রতীক 太阳象征着希望 tài yáng xiàng zhēng zhe zhe xī wàng সূর্য আশার প্রতীক 金子象征着富有 jīn zi xiàng zhēng zhe fù yǒu সোনালি রং ধন-সম্পদের প্রতীক
满 পূর্ণ, ভরা 满月 mǎn yuè পূর্ণিমা 满了mǎn le পূর্ণ হয়েছে 这个房满了zhè gè fáng jiān mǎn le এই ঘর পূর্ণ হয়েছে 这辆车已经满了 zhè liàng chē yǐ jīng mǎn le এই গাড়ি পূর্ণ হয়েছে
共同 gòng tóng একই, অভিন্ন 共同的感受 gòng tóng de gǎn shòu অভিন্ন অনুভূতি 共同的目标gòng tóng de mù biǎo অভিন্ন লক্ষ্য 共同的努力gòng tóng de nǔ lì অভিন্ন চেষ্টা 和平是人们共同的期望 hé píng shì rén mén gòng tóng de qī wàng শান্তি মানুষের অভিন্ন প্রত্যাশা।