‘বিদায়’
2023-10-02 18:43:02

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং চেন ইউয়ে’র কন্ঠে ‘অনুপস্থিত একটি রোগ’ শীর্ষক গান। এবার যাওয়া যাক মূল অনুষ্ঠানে। বন্ধুরা, চীনের হালকা তাল ও লয়ের রক সঙ্গীত তথা 'লাইট রক' সম্পর্কে দুটি কথা। চীনের একজন কন্ঠশিল্পী অনেক বছর ধরে 'লাইট রক সঙ্গীত' সৃষ্টি করে আসছেন। তাঁর নাম চাং চেন ইউয়ে। আপনারা কি 'লাইট রক' সঙ্গীত সম্পর্কে জানেন? চলুন শুনে নিই চাং-এর কন্ঠে 'লাইট রক সঙ্গীত'। গানগুলো শুনলে আপনাদের 'লাইট রক' সম্পর্কে একটা ধারণা হবে বলে আশা করি। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বিদায়’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং চেন ইউয়ে’র কন্ঠে ‘বিদায়’ শীর্ষক গান। চাং চেন ইউয়ে’র কন্ঠে গান আপনাদের কেমন লাগলো? গানের সুর ও ছন্দ সহজ, তবে সুন্দর। এ-ধরণের গান শুনলে মনে হবে 'আনন্দধারা বহিছে ভূবনে'। আর কয়েকবার শুনলে, আপনারাও এ-গান গাইতে পারবেন। দেখুন না চেষ্টা করে! এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রেমের প্রথম অভিজ্ঞতা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং চেন ইউয়ে’র কন্ঠে ‘প্রেমের প্রথম অভিজ্ঞতা’ শীর্ষক গান। ১৯৭৪ সালে চাং চেন ইউয়ে চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সাল থেকে তিনি অনেক গান লিখেছেন। তাঁর গানের রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য। তিনি শুধু চীনে নয়, যুক্তরাস্ট্রেও খুব জনপ্রিয়। ২০০৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের ১০টি শহরে গানের অনুষ্ঠান করেছেন এবং সেসব অনুষ্ঠানে নিজের গান পরিবেশন করে শ্রোতাদের মন ভরিয়েছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সিয়াওইউ’ শীর্ষক গান শোনাবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং চেন ইউয়ে’র কন্ঠে ‘সিয়াওইউ’ শীর্ষক গান। প্রিয় শ্রোতা, এখন আমরা শুনবো কন্ঠশিল্পী চাং চেন ইউয়ে’র কন্ঠে ‘হারিয়ে যাওয়া ভেড়ার বাচ্চা’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং চেন ইউয়ে’র কন্ঠে ‘হারিয়ে যাওয়া ভেড়ার বাচ্চা’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমাকে ভালোবাসলে চলে যেও না’ শীর্ষক গান। গানটি ১৯৯৮ সালে রিলিজ হয়। চাং চেন ইউ গানটির সুর রচনা করেছেন ও কথা লিখেছেন। গানটি তখন খুবই জনপ্রিয় ছিল। এমন কি এখনো জনপ্রিয়। গানটিতে রক ও আরএমবি’র শৈলী দেখা যায়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)