অস্টোবর ২: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো আজ (সোমবার) স্থানীয় সময় সকালে, সেদেশের রাজধানী জাকার্তার হালিম রেলওয়ে স্টেশনে, জাকার্তা-বান্দুং দ্রুতগতির রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। (ইয়াং/আলিম/ছাই)