‘ফ্লাই অ্যাওয়ে’
2023-10-01 14:41:22

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন মালয়েশিয়ায় চীনা প্রবাসী লিয়াং জিং রু’র কন্ঠে ‘ফ্লাই অ্যাওয়ে’ শীর্ষক গান। মালয়েশিয়ার মানুষ হলেও, তিনি চীনা ভাষায় গান গেয়ে থাকেন। ১৯৭৮ সালে লিয়াং চিং রু মালয়েশিয়ার ছোট্ট একটি জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গান গাইতে পছন্দ করতেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালোবাসা, খুবই সহজ’ শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে ‘ভালোবাসা, খুবই সহজ’ শীর্ষক গান। এ পর্যন্ত তাঁর অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন ধরণের গান গাইতে পছন্দ করেন। তবে, এতো গানের মধ্যে প্রেমের গানে তিনি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করেন। তাই তাঁর একটি গৌরবময় খেতাব রয়েছে, আর তা হলো: প্রেমের গানের সম্রাজ্ঞী। এখন শুনুন তাঁর কন্ঠে ‘সাহস’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং জিং রু’র কন্ঠে ‘সাহস’ শীর্ষক গান। কেমন লেগেছে? আশা করি গানটি আপনাদের মন ভরিয়ে দিয়েছে। লিয়াং জিং রুয়ের কণ্ঠ খুবই মিষ্টি, তাই না? এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আরেকটি গান শোনাবো। গানের শিরোনাম ‘উষ্ণতা’। শুনুন তাহলে গানটি। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং জিং রু’র কন্ঠে ‘উষ্ণতা’ শীর্ষক গান। যদিও তাঁর গান এতো শক্তিশালী নয়, তারপরও আমি মনে করি, তাঁর মায়াভরা সুরে আপনারা তাঁর মনের ইচ্ছা, তাঁর আশা ও তাঁর শক্তিকে অনুভব করতে পারেন। আচ্ছা, এখন আমরা শুনবো তাঁর আরেকটি প্রতিনিধিত্বশীল গান, গানের শিরোনাম ‘নিংসিয়া’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং জিং রু’র কন্ঠে ‘নিংসিয়া’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'শোনা যায় না' শীর্ষক গান শোনাবো। গানে বলা হয়েছে: পরিতাপের বিষয় হলো, শেষ পর্যন্ত তুমি আর আমার সাথে নেই। তবে আমার হাত ধরার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই। জীবনে পরিতাপের বিষয় আছে, আর তা আমাদের অকপটে স্বীকার করা উচিত, গ্রহণ করা উচিত।

শুনুন এই সুন্দর গানটি।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)