রোববারের আলাপন-পশ্চিম বেইজিংয়ে ফ্যামিলি রান প্রতিযোগিতা আয়োজিত
2023-10-01 17:38:36


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং তৌহিদ।


বন্ধুরা, এখন চীনের জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটি চলছে। এ বছর মধ্য শরত্ উত্সবের ছুটিও একসঙ্গে উদযাপন করা হচ্ছে। একটানা মোট ৮ দিনের ছুটি চলছে। চীনারা সবাই পরিবার নিয়ে ভ্রমণ করছেন বা জন্মস্থানে ফিরে গিয়ে পরিবারের সঙ্গে পুনর্মিলন করছেন। রেলপথ কাম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জাতীয় দিবসের সোনালি সপ্তাহের ছুটিতে, দেশব্যাপী রেলপথে মোট ১৯ কোটি যাত্রী যাতায়াত করবেন বলে অনুমান করা হচ্ছে। 


বন্ধুরা, চীনে জাতীয় দিবস ও বসন্ত উত্সবসহ কয়েকটি লম্বা ছুটি আছে। ভাই, আপনার দৃষ্টিতে চীনারা কিভাবে এ ধরনের লম্বা ছুটি কাটায়? আর আপনি কিভাবে ছুটি কাটান?

তৌহিদ:...


ভাই, এ ধরনের লম্বা লম্বা ছুটিতে অনেকে জম্মস্থানে ফিরে যায় ও পরিবারের সাথে পুনর্মিলিত হন। যা অনেকটা বাংলাদেশের ঈদের মতো, তাইনা? ঈদের সময় আপনি বাংলাদেশে কি করেন?

তৌহিদ:....

সংগীত

বন্ধুরা, আপনারা জানেন, আমি ও তৌহিদ ভাই আমাদের সবচেয়ে প্রিয় বেইজিংয়ের পার্ক হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক পার্ক। তাইনা ভাই? ভাই, আমাদের অনেক বন্ধু তারা আসলে এ পার্ক যাওয়ার সুযোগ পান নি। আপনি কি এ পার্ক সম্পর্কে তাদের কিছু বলতে পারবেন?

তৌহিদ:..


বন্ধুরা, সম্প্রতি, পাশ্চিম বেইজিং ফ্যামিলি রান-২০২৩ এই শীতকালীন অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয়েছে। ৫ শতাধিক দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। 

এবারের প্রতিযোগিতায় ১২ কিলোমিটার ও ৬.১ কিলোমিটার দৌড়, পারিবারিক দৌড় অন্তর্ভুক্ত ছিল। 


ভাই, আমি মনে করি, এ প্রতিযোগিতার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে পরিবারের সদস্যরা একসাথে দৌড়াতে পারে। তাইনা ভাই? পারিবারিক দৌড় আপনার কাছে কেমন লাগে?

তৌহিদ:...


আপনি এখন কিভাবে ব্যায়াম করেন?

 (আকাশ/তৌহিদ)