সম্প্রতি, বাংলাদেশে চীনা দূতাবাস এবং শাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারনেশনল স্ট্যাডিজের যৌথ উদ্যোগে চীন-বাংলাদেশ সম্পর্ক বিষয়ক সেমিনার শাংহাইয়ে অনুষ্ঠিত হয়। চীন এবং বাংলাদেশের বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটের স্কলাররা এতে অংশগ্রহণ করেছেন। ড. সামসাদ মর্তুজা এর মধ্যে একজন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত অফিসের পরিচালক এবং ইংরেজী বিভাগের অধ্যাপক। এবারের সেমিনারে কী কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? চলুন তাহলে আলাপ করি ড. সামসাদ মর্তুজার সঙ্গে।