‘স্বপ্ন দেখার সময়’
2023-09-30 17:36:21

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন শু হুয়া’র কন্ঠে ‘প্রবাহিত হালকা নাচ’ শীর্ষক গান। ১৯৮৮ সালে ছেন শু হুয়া আরও একটি বিখ্যাত সংগীত কোম্পানি রক রেকর্ডে যোগ দেন এবং চীনের বিখ্যাত প্রযোজক ও গায়ক লি চোং শেংয়ের শিক্ষার্থী হন। তখন থেকে ছেন শু হুয়ার সংগীত আরও পরিপক্ব হয়ে ওঠে এবং তার গান প্রফুল্ল শৈলী থেকে গভীর, কোমল শৈলীর দিকে মোড় নেয়। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘তোমাকে পড়ি’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন শু হুয়া’র কন্ঠে ‘তোমাকে পড়ি’ শীর্ষক গান। ১৯৮৯ সালে লি চোং শেং ছেন শু হুয়ার জন্য অ্যালবাম 'তোমাকে বলি, তোমার কথা শুনি' তৈরি করেন। অ্যালবামটি বিশাল সাফল্য পায় এবং তাইওয়ান সংগীত ইতিহাসে এটি ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়। মূলত এটিই হলো ছেন শু হুয়ার সংগীত জীবনের শিখরে আরোহণ। আর সেই অ্যালবামের অনেক গান এখন পর্যন্ত জনপ্রিয় আছে। বন্ধুরা, এখন অ্যালবামের একটি সুন্দর গান 'স্বপ্ন দেখার সময়' শুনবো। আশা করি, আপনারা গাটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন শু হুয়া’র কন্ঠে 'স্বপ্ন দেখার সময়' শীর্ষক গান। অ্যালবাম 'তোমাকে বলি, তোমার কথা শুনি' ব্যাপক সাফল্য অর্জনের পর ছেন শু হুয়া বিভিন্ন চলচ্চিত্রের জন্য অনেক গান গেয়েছেন। তার গানে শুধু সুন্দর কণ্ঠ ও আবেগের পাশাপাশি গানগুলো চলচ্চিত্রের গল্প ও ছবির সঙ্গে মিলে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় একটি চলচ্চিত্রের জন্য গাওয়া তার একটি গান 'জিজ্ঞাসা'।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন শু হুয়া’র গান। ১৯৯৮ সালে ছেন শু হুয়া ব্যক্তিগত কারণে সংগীত মহল থেকে প্রস্থান করে সবার দৃষ্টির আড়ালে চলে যান। তার পারফরমেন্স দেখা না গেলেও তার গান এখনও অনেকেই পছন্দ করে এবং বার বার শোনেন। বন্ধুরা, এখন ছেন শু হুয়ার আরও একটি জনপ্রিয় গান 'সিয়াওহোংছেন' শুনবো, আশা করি তার গান আপনাদের ভালো লাগছে।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ছেন শু হুয়া’র কন্ঠে কয়েকটি গান। বন্ধুরা, এখন আমরা শুনবো কন্ঠশিল্পী পাই ইউ’র কন্ঠে 'আমার পৃথিবী' শীর্ষক গান। গানের কথাগুলো এমন: 'আমি জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি এবং লাফিয়ে বাইরে  যাই/ আমি ঘর হতে বের হতেই সোনালী রোদ আমাকে জড়িয়ে ধরে/ আমি আমার স্বপ্নগুলোকে আলিঙ্গণ করি এবং শীতল বাতাস গায়ে মেখে নৃত্য করতে শুরু করি।'

শুনুন তাহলে শ্রুতিমধুর এ গানটি।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)