‘সবচেয়ে সুন্দর প্রেমী’
2023-09-30 17:30:32

 



সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন পাই স্যিয়াও পাই'র কন্ঠে 'সবচেয়ে সুন্দর প্রেমী' শীর্ষক গান। এখন শোনাবো তিনি ও ছিউ ছিউ'র দ্বৈত কন্ঠে গাওয়া 'ভালোবাসা' শীর্ষক গান। গানটি ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়। পাই স্যিয়াও পাই ও ছিউ ছিউ প্রত্যেকে ইন্টারনেটে জনপ্রিয়। দু'জন একসঙ্গে গান গাওয়ার পর আরো জনপ্রিয় হয়ে ওঠেন। গানটিতে বলা হয়েছে: তুমি আমাকে পছন্দ করো/ তোমার ভালোবাসায় আমি গর্ব অনুভব করি/ তুমি হলে আমার নির্ভরতার স্থল/ তুমি আমাকে ভালোবাসো বলে অভ্যস্ত হয়ে ওঠো।

চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই স্যিয়াও পাই’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী পাই ইউ’র কন্ঠে গান শোনাবো। পাই ইউ'র গানের রীতিকে আমরা চীনা লোকসংগীত বলে ডাকি। তার গানের প্রকাশ স্নেহশীল, কোমল ও ধীর। গানের মাধ্যমে শ্রোতার কাছে যেন তুলে ধরেন একেকটি জীবনের ছোট গল্প। রক ও পপ সংগীতের সাথে তুলনা করলে তাঁর গানে তীব্রতা নেই; নেই দ্রুত ছন্দের চলাচল। এ গানগুলো নদীর পানির মতো আস্তে আস্তে আমাদের মনে প্রবাহিত হয়। এখন আমরা শুনবো তাঁর কন্ঠে ‘অসাধারণ’ শীর্ষক গান, আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী পাই ইউ’র কন্ঠে ‘অসাধারণ’ শীর্ষক গান। এখন আমরা শুনবো তাঁর কন্ঠে 'রাতে বাছাই করা সকালের ফুল' শীর্ষক গান। 'রাতে বাছাই করা সকালের ফুল' আসলে চীনা বিখ্যাত লেখক লু সুনের একটি প্রবন্ধ-সংগ্রহের নাম। 'রাতে বাছাই করা সকালের ফুল' বাক্যটির মাধ্যমে একজন প্রবীণের তরুণ কালের কথা স্মরণ করা হয়েছে। অবশ্য এ গানেও স্মৃতির পটে ভেসে ওঠা অনেক কথাই উপস্থাপন করা হয়েছে। শুনুন তাহলে গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন বাই ইউ’র কন্ঠে  'রাতে বাছাই করা সকালের ফুল' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে আমার একটি প্রিয় গান শোনাবো। গানটির শিরোনাম 'ছিংহাই হ্রদ'। ছিংহাই হ্রদ চীনের খুবই সুন্দর একটি হ্রদ। ওখানে না-গেলে এর সৌন্দর্য উপলব্ধি করা যাবে না। সুযোগ পেলে নিশ্চয় একবার এ হ্রদে ঘুরতে যাওয়া উচিত। আমরা তাঁর গানের সুরে সুরে ওখানে বেড়াতে যাবো। চলুন, আমরা এ গানটি শুনি।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে ‘ছিংহাই হ্রদ’ শীর্ষক গান। প্রিয় শ্রোতা, আসলে ছিংহাই হ্রদ ছাড়া, পাই ইউ'র আরেকটি গানও চীনা একটি সুন্দর দর্শনীয় স্থানকে নিয়ে লেখা। গানটির নাম 'পুরাতন শহর লিচিয়াং'। লিচিয়াং চীনের ইউননান প্রদেশের একটি শহর। এই শহরের ইতিহাস অনেক প্রাচীন। ৮০০ বছরের বেশি সময় আগের। শুনুন তাহলে গানটি

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)