হাই লাই আমু
2023-09-27 15:57:33


হাই লাই আমু চীনের সিছুয়ান প্রদেশের লিয়াংশান জেলার কানলুও কাউন্টিতে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক ও গায়ক ও গীতিকার।

 

ছোটবেলায় প্রতিদিন সন্ধ্যায় হাই লাই আমুর বাবা তাকে কোলে নিয়ে নিজের বাদ্যযন্ত্র শুনাতেন। মাঝেমাঝে তিনি সুরের সাথে তাল দিয়ে বিট করতেন। পরে তাঁর বাবা একটি রেকর্ডার এবং একটি সঙ্গীতদলের অ্যালবাম কেনেন। তখন থেকে তিনি সঙ্গীত ভালোবাসতে শুরু করেন। ২০১৬ সালে মেয়েকে মিস করার অনুভূতি প্রকাশে তিনি ‘আকুওচি সঙ্গীত’ গানটি রচনা করেন এবং ২০১৮ সালের অক্টোবরে সে একক গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তিনিও আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। একই বছরের নভেম্বরে তিনি মায়ের জন্য গান ‘চাঁদ মা’ প্রকাশ করেন।

“আমার সদয় ও সুন্দর জুওইয়া, আমার কমনীয় ও সুদর্শনা জুওইয়া। যদি একটি ফুল দিয়ে তোমার সৌন্দর্য বর্ণনা করতে হয়, সেটি অবশ্যই জুলাই মাসে ফোটা সোমা ফুল হতে হবে। যারা বলে তারকা সুন্দর, তারা কখনো তোমার মোহনীয় চোখ দেখেনি। যারা বলে সূর্য উষ্ণ, তারা তোমার উষ্ণ হাসি দেখেনি। ওহ, জুওইয়া, ওহ, জুওইয়া, শরতের পরে ঝরা পাতাগুলো আমার সঙ্গে তোমার জন্য অপেক্ষা করে। অস্তগামী সূর্যের আলো আমার সঙ্গে তোমার জন্য অপেক্ষা করে। এই গানটা যদি একদিন শোনো! সব চিন্তা উবে যাবে এই গানে।” বন্ধুরা, এটি হলো ২০১৯ সালের ২৩ জানুয়ারি হাই লাই আমু প্রকাশিত তাঁর স্ত্রীর উদ্দেশে লেখা গান ‘জুওইয়া’। গানটি খুব রোমান্টিক লাগছে, তাইনা? 

 

‘সে মুলিতে গেছে’ গানটি ই জাতির গায়ক হাই লাই আমু রচিত ও গাওয়া একটি গান। এটি লিয়াংশানের অগ্নি নায়কদের উদ্দেশে রচিত একটি গান। চীনের জরুরি প্রশাসন বিভাগ কর্তৃপক্ষও গানটির প্রশংসা করেছে। অনেক শ্রোতা গানটি যতবার শোনেন, ততবার অশ্রুসিক্ত হন। খুব হৃদয়গ্রাহী একটি গান। 

 

২০১৯ সালের ১৭ জুন হাই লাই আমু ও অন্য একজন কণ্ঠশিল্পী ওয়াং স্যু-গাওয়া ‘দক্ষিণ’ গানটি প্রকাশিত হয়। গানটি ‘দক্ষিণে ও উত্তরে’ চলচ্চিত্রের থিমসং। এটি তরুণদেরকে স্বপ্ন দেখাতে এবং বিশ্বাস ও অধ্যবসায় নিয়ে নিজেদের স্বপ্নকে অনুসরণ করতে তাদের প্রেরণা দেয়। 

 ‘পিতৃভূমি’ হলো চিনলিনের সিপিং—কালো ভূমি ও খাদ্য গুদাম নিয়ে রচিত একটি গান। পিতৃভূমি এক গভীর গৃহকাতরতা। সেখানকার ভূমিতে বসন্তে চাষ করা হয় এবং শরতে ফসল ওঠে। চার ঋতু পরিবর্তিত হয়। সেখানে বড় হওয়ার প্রক্রিয়ায় সবচেয়ে স্পষ্ট স্মৃতি রয়েছে। সেখান এক একটি প্রজন্মের মানুষের সুখ-আকাঙ্ক্ষা আছে। সেটি হলো একমাত্র জায়গা, যেটাকে আমরা ‘বাসা’ বলি। বন্ধুরা, হাই লাই আমুর অনেক গান মেয়ে বা স্ত্রী, অথবা বাবা-মার জন্য গাওয়া। এতে গভীর ভালোবাসা আছে, তাইনা? 


গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের হাই লাই আমুর আরেকটি গান শোনাবো। গানের শিরোনাম ‘আজীবন কষ্টের’। 

(প্রেমা/রহমান)