‘শিশুর চোখ’
2023-09-27 19:14:32

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী উ রো সি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

উ রো সি, ১৯৯২ সালের ২৩ মে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন নারী কণ্ঠশিল্পী ও অভিনেতা।

২০১০ সালে উ রো সি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। সে বছরের ৮ নভেম্বর, তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘প্রেমের ডায়ারি’ প্রকাশিত হয় ২০১২ সালের ২৫ মে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘নীল আকাশ’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন উ রো সি’র গান ‘শিশুর চোখ’। গানের কথাগুলো এমন: আমি আপস করেছি, আমি ভুল বিশ্বাস করেছি। তুমি বলেছিল তুমি এটি পরিচালনা করবে এবং পরিষ্কারভাবে ব্যাখ্যা করবে। নীরবতা ও প্রশান্তি, ঝড় নিয়ন্ত্রণে ব্যর্থতা ইত্যাদি বেশি যুক্তিযুক্ত বলে মনে হয়। দেখা যাচ্ছে যে, সে জিততে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই যে আমি তোমার সাথে আরও বেশি প্রেমময় হয়ে উঠছি। যখন আমার প্রেমিকা আর অগোচর থাকে না। আমি নিস্তেজ বোধ করি এবং আমার অনুভূতি হ্রাস পেতে থাকে। আকর্ষণীয় এবং তাজা, যে কেউ লোভী হতে পারে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন উ রো সি’র গান ‘অশ্রুর গোপনীয়তা’। গানের কথায় বলা হয়, খুঁজতে থাকি, প্রজাপতি ফুলে থাকে। বছরের পর বছর, যদি তুমি চলে যেতে চাও, অবশেষে তুমি চলে যাবে। পরস্পরকে ভালোবাসা, একটি গোপনীয় কথা। এর মধ্যে কত রহস্য থাকে। যখন সময় ভুলে যায়, তবে মাঝে মাঝে তোমার কথা ভেসে উঠে। কোনো ফলাফল নেই, তবুও মৃত্যু পর্যন্ত মনে থাকে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন উ রো সি’র কণ্ঠে ‘সবচেয়ে দূরের দূরত্ব’। গানের কথায় বলা হয়, ইচ্ছামত চার দিকে ঘুরি। সব অনুভূতি যেন অদৃশ্য হয়ে যায়। প্রেমে পরা যেন মুহূর্তের ব্যাপার। পরস্পরকে ঘৃণা করা আরো সহজ। যখন অনেক চেষ্টা করা হয় তখন শুধু তোমাকে খুশি করতে চাই। সবকিছু দিয়েছি, তবে কোনো উপলব্ধি হয় না। সবসময় আপস করা যায় না। যদিও এই বিশ্ব, আমাকে কোনোমতে বোঝে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো উ রো সি’র কণ্ঠে আরেকটি গান, গানের নাম ‘আমি বুঝেছি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী উ রো সি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)