‘বাড়িওয়ালার বিড়াল’
2023-09-26 11:06:04

‘বাড়িওয়ালার বিড়াল’ চীনের মূল-ভখণ্ডের একটি যুগল নারী গায়ক-গীতিকার দল। দলটি গিটারিস্ট উ পেইলিং এবং প্রধান গায়িকা ওয়াং সিনই— এই দু’জনকে নিয়ে গঠিত।

 

২০১৩ সালে সঙ্গীতদল ‘বাড়িওয়ালার বিড়াল’ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। তখন থেকে তারা লোকসঙ্গীতের সৃষ্টি শুরু করেন। ২০১৫ সালের জানুয়ারিতে সঙ্গীতদল ইন্টারনেটে সোং তোংইয়ে নামে একজন শিল্পীর গান “জেব্রা জেব্রা” কভার সংস্করণ প্রকাশ করে। একই সময় ইন্টারনেটে তারা প্রথম মূল শিল্প-কর্ম “শরতের ওয়াইন” প্রকাশ করে এবং কিছু মনোযোগ পায়।

বন্ধুরা, সঙ্গীতদলটি সম্পর্কে আপনাদেরকে আরও তথ্য জানাবো। তবে তার আগে আজকের ‘তোমার জন্য গান’ আসরের শুরুতে আমি আপনাদেরকে তাদের ‘শরতের ওয়াইন’ গানটি শোনাতে চাই। সঙ্গে সঙ্গে শোনাব তাদের কভার সংস্করণ গান “জেব্রা জেব্রা”। 

 

২০১৬ সালের ২২ মে সঙ্গীতদলটি মূল প্রেমের গান “সহজ প্রেমের গান” প্রকাশ করে। এটি হলো তাদের সৃষ্ট লোকসঙ্গীত প্রেমের গান। গানটির গিটার সংস্করণ ও পিয়ানো সংস্করণ দু’টো আছে। পাশাপাশি গিটারিস্ট উ পেইলিংয়ের গাওয়া খুব বিরল একটি গান। 

 

২০১৬ সালের জুন মাসে “বাড়িওয়ালার বিড়াল” NetEase CloudMusic নেটইজ ক্লাউড মিউজিকে একক গান “সুন্দর জিনিস” প্রকাশ করে। একই বছরের ২৫ আগস্টে তারা মূল গান “তোমাকে ভালোবাসি ঠিক জীবনকে ভালোবাসার মতো” প্রকাশ করে। ২০১৭ সালের ২৬ জানুয়ারিতে সঙ্গীতদল নেটইজ ক্লাউড মিউজিকে যোগ দিয়ে একই নামের প্রথম অ্যালবাম “বাড়িওয়ালার বিড়াল” প্রকাশ করে। “সুন্দর জিনিস” গানটি এতে অন্তর্ভূক্ত হয়।  তখন থেকে তারা স্বাধীন সঙ্গীত সৃষ্টি করার পথ শুরু করেন। আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদেরকে অ্যালবামের ‘সুন্দর জিনিস’ গানটি শোনাচ্ছি, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব “তোমাকে ভালোবাসি ঠিক জীবনকে ভালোবাসার মতো” গানটি। 

২০১৭ সালের ২৫ জুন সঙ্গীতদলটি আন লাইনিংয়ের সঙ্গে সহযোগিতামূলক ইপি “১২” প্রকাশ করে। এতে “আগামী স্টেশন ছাশানলিউ”সহ তিনটি গান অন্তর্ভূক্ত হয়। আগস্টে  “বাড়িওয়ালার বিড়াল” “চার ঋতু” নামে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে এবং ১৯ অক্টোবরে তারা একটি এনিমে নাটকের জন্য শেষ গান “মেঘ আর ধোঁয়া বৃষ্টি হয়ে যায়” গেয়েছে। বন্ধুরা, তাহলে এখন আমি “আগামী স্টেশন ছাশানলিউ” এবং “মেঘ আর ধোঁয়া বৃষ্টি হয়ে যায়” গান দু’টো আপনাদের শোনাই। 

 

গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করি, ভালো লেগেছে। প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদেরকে সঙ্গীতদলটির আরেকটি গান শোনাতে চাই। গানের শিরোনাম ‘নরম’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। 

 

(প্রেমা/রহমান)