‘হ্যাপি ল্যান্ড’
2023-09-26 18:26:20

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাং লি শেনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ফাং লি শেন, ১৯৮০ সালের ২৬ ফেব্রুয়ারি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে।

২০০১ সালে ফাং লি শেন সংগীত মহলে যোগ দেন। ২০০৭ সালে তিনি চীনের কুয়াংচৌ শহরে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করেন। ২০১৪ সালের ৭ ডিসেম্বর ফাং লি শেন ২০১৪ সালের হংকংয়ের শ্রেষ্ঠ দশজন যুবকের পুরস্কার জয় করেন।

বন্ধুরা, এখন শুনুন ফাং লি শেনের গান ‘হ্যাপি ল্যান্ড’। গানের কথাগুলো এমন: ভোরের আলো ঝলমল করছে, একদম নতুন জামা। সাদা রডোডেনড্রন ফুল দেখা যায়। তোমার জন্য ফুল আনা, সর্বত্র কোমলতা ভাগাভাগি করুন। তুমি যদি ফুল বাড়াতে চাও। প্রখর রোদের জন্য নিজেকে প্রস্তুত করো। আমি তোমাকে আমার গোটা হৃদয় ও ফুল দিতে পারি। আলো ছাড়া অন্ধকার, তারা ভরা আকাশ। আমি চোখ বন্ধ করে তোমার দিকে তাকাতে পারি। আমি তোমার সাথে হ্যাপি ল্যান্ড ঘুরে বেড়াবো।

আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, এখন শুনুন ফাং লি শেনের গান ‘তুমি কি যথেষ্ঠ সুখী?’। গানের কথাগুলো এমন: এই বিশ্বে এত বেশি মানুষ, তাদের মধ্যে আমার প্রিয়কে খুঁজতে চাই। অসংখ্য মানুষ, আমার অপেক্ষা করে। মানুষের ভিড়ে তোমাকে কোলে নিই। আমার সব কিছু দিয়ে তোমাকে উষ্ণতা দিতে চাই। তোমাকে জিজ্ঞেস করতে চাই, আজ তুমি যথেষ্ঠ সুখী? তুমি বলো, প্রতিদিন অনেক খুশি, আসলে আমি জানতে চাই, তুমি কি যথেষ্ট সুখী?

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ফাং লি শেনের গান ‘পৃথিবীতে যদি বোকা না থাকতো’। গানের কথায় বলা হয়, আমি বোকা, তোমাকে খুশি করার জন্য আমি সব কিছু শিখি। তোমার নিয়ন্ত্রিত একটি টিম মেশিনের মত। আরও আকর্ষণীয়ভাবে কথা বলতে শিখি এবং তারপরে অনুশোচনাপূর্ণ সুর অর্জন করি। একে মজার মনে করি। তোমার কারণে আমি বোকা, আমার আবেগ হারিয়ে যাবে না। নিরাপত্তা বা বিপদ যাই হোক না কেন, কাদার মধ্যে ভাসমান স্বর্গ হিসাবে বিবেচিত হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ফাং লি শেনের আরেকটি গান, নাম- ‘ভাস্কর্য’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাং লি শেনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)