২৩ সেপ্টেম্বর ১৯তম এশিয়ান গেমস চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে শুরু হচ্ছে। এবারের হাংচৌ এশিয়ান গেমস কেমন প্রস্তুতি চলছে? হাংচৌ শহরের আকর্ষণীয়তা কী কী? আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব মুনতাসিম তাহিম। তিনি হাংচৌ নরমাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ট্যাকনলোজি বিষয়ে অধ্যায়ন করছেন। তিনি বর্তমানে হাংচৌ শহরে অবস্থান করছেন এবং তিনি ঘুড়তে এবং বই পড়তে ভালবাসেন। চলুন তাহলে আলাপ করি মুনতাসিম তাহিমের সঙ্গে।