‘আমি ভাবছি’
2023-09-21 15:41:33

 

আজকের অনুষ্ঠানে মালয়েশিয়ায় এক চীনা গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম পিন কুয়ান। তিনি তার উষ্ণ ও কোমল কণ্ঠের জন্য পরিচিত। তাকে ‘প্রেমের গানের প্রিন্স’ বলা হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন পিন কুয়ানের একটি সুন্দর গান ‘দরজা খোলা’।গান ১

 

পিন কুয়ান ১৯৭২ সালে মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তার দাদা চীনের কুয়াং তোং প্রদেশের মানুষ। ছোট থেকে তিনি সংগীত খুব পছন্দ করেন। ১১ বছর বয়সের সময়ে পিন কুয়ান ক্লাসিক সংগীত ও গিটার বাজানো শিখতে শুরু করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময়ে তিনি অনেক সংগীত পুরস্কার পেয়েছেন। ১৯৯৩ তিনি এশিয়ান গায়ক প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। পরের বছর পিন কুয়ান তার একজন বন্ধুর সঙ্গে সংগীত দল ‘উ ইন লিয়াং পি’ গঠন করে, আনুষ্ঠানিকভাবে শিল্পীজীবন শুরু করেন। বন্ধুরা, এখন শুনুন পিন কুয়ানের একটি সুন্দর গান ‘মিসের ঋতু’।গান ২

 

১৯৯৪ সালে পিন কুয়ান ও কুয়াং লিয়াং সংগীত দল হিসেবে তাদের প্রথম অ্যালবাম ‘হাত’ প্রকাশ করেন। তাদের উষ্ণ ও কোমল গান তখনকার মালয়েশীয় সংগীত মহলে নতুন ও তাজা বাতাস নিয়ে আসে। তাদের গানও দ্রুত জনপ্রিয় হয়। শুধু মালয়েশিয়ায় নয় চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়ক ও সংগীত প্রযোজক লি চোং শেং তাদের গান খুব পছন্দ করেন এবং তাদেরকে তাইওয়ান সংগীত কোম্পানিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তারা সেই আমন্ত্রণ গ্রহণ করেন। ১৯৯৬ সালে পিন কুয়ান ও কুয়াং লিয়াং’র নতুন অ্যালবাম মুক্তির পরই তাইওয়ানের জনপ্রিয় গানগুলোর তালিকায় প্রথম স্থান দখল করে, তাদের সংগীত জীবনের নতুন অধ্যায় শুরু হয়। বন্ধুরা, এখন শুনুন পিন কুয়ান ও কুয়াং লিয়াংয়ের গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘হাত’।গান ৩

 

নিজের উন্নয়নের জন্য ২০০০ সালে পিন কুয়ান সংগীত দল ছেড়ে দেন। সেই বছর তিনি তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘তোমাকে ভালোবাসার দায়িত্ব’ প্রকাশ করেন। গান গাওয়ার পাশাপাশি তিনি প্রযোজক হিসেবে অ্যালবাম তৈরির কাজে অংশ নেন। নিজের প্রথম ব্যক্তিগত অ্যালবাম হিসেবে এতে জীবন ও প্রেমের প্রতি পিন কুয়ানের ধারণা ও চিন্তাভাবনা প্রকাশ করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে পিন কুয়ানের একটি জনপ্রিয় গান ‘তোমাকে ভালোবাসার দায়িত্ব’।গান ৪

 

পিন কুয়ানের প্রেমের গান চীনে অনেক জনপ্রিয়। তার প্রেমের গান যেন একজন ভালো বন্ধু স্নিগ্ধভাবে একটি প্রেমের গল্প শোনায়! প্রেমে যেসব বিভ্রান্তিকর ব্যাপার থাকে, সেসবের উত্তর যেন তার গানে পাওয়া যায়, সান্ত্বনাও পাওয়া যায়। বন্ধুরা, এবার আমরা শুনবো পিন কুয়ানের একটি সুন্দর প্রেমের গান ‘আমি ভাবছি’। গানের কথায় বলা হয়, একজন ভালবাসলে সবসময় সাড়া পাবে তা নয়। যা খুব দুঃখের একটি ব্যাপার, তবে সেটাও ভালোবাসা। গানের প্রতি অনেকের একই আবেদন অনুভব করা যায়। বন্ধুরা, এখন পিন কুয়ানের এই সুন্দর গান ‘আমি ভাবছি’ শুনুন।গান ৫

 

বন্ধুরা, পিন কুয়ানের পরের যে গান আমরা শুনবো- তাও একটি প্রেমের গান, গানের নাম ‘মেয়েরা আমাকে যা শিখিয়েছে’। জীবনে মানুষ সবসময় অন্যের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা পাবে এবং বড় ও পরিপক্ব হয়। আর প্রেম একজনকে অনেক কিছু শিখাতে পারে। সেই অভিজ্ঞতা মিষ্টি বা দুঃখ হোক না কেন, তা থেকেই আমরা বড় হয়েছি। এটাই এই গানের মূল কথা। গানটি মুক্তির পর ২০০৮ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার জয় করে। বন্ধুরা, এখন পিন কুয়ানের সুন্দর গান ‘মেয়েরা আমাকে যা শিখিয়েছে’ শুনুন।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে পিন কুয়াং ও মালয়েশিয়ার অন্য এক জনপ্রিয় চীনা গায়িকা লিয়াং চিং রু’র সঙ্গে গাওয়া একটি সুন্দর গান ‘স্পষ্টতই তোমাকে ভালোবাসি’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।