‘শুরুর দিকের স্নেহ’
2023-09-20 15:36:48

চাও নাই জি, ১৯৯০ সালের ২০ জুলাই চীনের থিয়ানচিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী। ২০০৯ সালে চাও নাই জি চীনের হুনান টেলিভিশনের আয়োজিত নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতা ‘সুপার কোল’-এ অংশ নিয়ে দেশের ২৩তম স্থান অর্জন করেন।

 

চাও নাই জি ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বেইজিংয়ে হুয়াসু রেকর্ডসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে সংগীত মহলে যোগ দেন। সে বছরের সেপ্টেম্বর মাসে, তাঁর প্রথম ব্যক্তিগত গান ‘প্রথম দিকের স্নেহ’ রিলিজ হয়। ২০১৫ সালের মার্চ মাসে, তাঁর দ্বিতীয় গান ‘শরত্কালে প্রেম ভেঙো না’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন চাও নাই জি’র কণ্ঠে ‘শুরুর দিকের স্নেহ’ গানটি। গানের কথাগুলো এমন: আমি জিজ্ঞেস করি, এই বিশ্বে কেন এত বিশ্বাসঘাতকতা? কিভাবে তা ক্ষমা করা যায়। আমি জিজ্ঞেস করি, অনন্তকাল কত দূরে? আমাকে উত্তর দিও না। আর তোমার কাছে থাকার আশা করি না, আমি আর তোমার কেয়ার চাই না। কারণ তা আরো মনে ব্যথা দেয়। তুমি সব প্রতিশ্রুতি হাতে ধরে আগুনে পরিণত করেছো। আমি যেন একটি পাখির মত, একাকী রাতের আকাশে, প্রেমের কর্ণারের উপর দিকে উড়ে যাই। অবশেষে ডানা ভেঙ্গে অতল গহ্বরে পতিত হল আর কোথাও ফাঁকি দেওয়া যাবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাও নাই জি’র কণ্ঠে ‘আগে তুমি বলল’ নামে গানটি। গানের কথাগুলো এমন: তোমার মনে, আর আমি নেই। সুখ থেকে বিদায়, এ ফলাফল কে আগে জানত! আমি বুঝতে পারি না, আমার দোষ কি? আমি কি যথেষ্ঠ দিকে পারি না? তুমি বলেছিল, আকাশের তারা, আমার চোখের তুলনা করা যায় না। আমি সত্যিই তা বিশ্বাস করতাম।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন চাও নাই জি’র কণ্ঠে ‘নিজেকে দুঃখিত বলতে চাই’। গানের কথাগুলো এমন: আমি যখন শিশু ছিলাম, তখন আমি কাঁদতাম কারণ আমি অন্যায় অনুভব করতাম। আমি এখন কাঁদছি কারণ আমি আর সহ্য করতে পারছি না। অনিচ্ছাকৃতভাবে নিজেকে বন্ধ করি। এই ছোট্ট পৃথিবীতে একটাই মোবাইল ফোন বাকি আছে। এই বয়সে কিছুই নেই। আপনি যদি কঠোর পরিশ্রম না করেন, তবে আপনি সুখী হতে পারবেন না। আমি সবসময় অনুভব করি যে, সবকিছুতে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আমি সবসময় শক্তিহীন বোধ করি। আমি সত্যিই নিজেকে দুঃখিত বলতে চাই।