সেপ্টেম্বর ২০: হংকং সম্পর্কে ব্রিটিশ সরকারের প্রকাশিত অর্ধ-বার্ষিক প্রতিবেদনে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়েছে। এটা চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপস্বরূপ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, প্রতিবেদনে একই পুরানো সুরের পুনরাবৃত্তি করা হয়েছে, সত্যকে বিকৃত করা হয়েছে। এটি আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মগুলোকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। চীন এতে তীব্র অসন্তোষ প্রকাশ করছে।
তিনি বলেন, মাতৃভূমিতে ফিরে আসার পর থেকে হংকং-এ ‘এক দেশ, দুই ব্যবস্থা’ কার্যকর আছে এবং এ ব্যবস্থায় উল্লেখযোগ্য সাফল্যও অর্জিত হয়েছে। হংকং বিশ্বের সাথে চীনের মূল ভূখণ্ডের সংযোগসূত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মুখপাত্র আরও বলেন, বাইরের হস্তক্ষেপ চীন সরকারের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি বাস্তবায়নের দৃঢ় সংকল্পকে টলাতে পারবে না। (লিলি/আলিম/রুবি)