‘এই জীবন পর্যালোচনা করি’
2023-09-19 15:35:42

ওয়াং চাও রান, চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, অভিনেতা ও একজন নৃত্যশিল্পী। তিনি ১৯৯৭ সালে চীনের হু নান প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

ওয়াং ছাও রান ছোটবেলা থেকে নাচ শিখতে শুরু করেন। পরে তিনি বেইজিং আধুনিক সংগীত বিশ্ববিদ্যালয়ে মিউজিক বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। তাঁর প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে ‘ছাদ’, ‘ক্ষেতের ফুল’ ইত্যাদি।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং ছাও রানের কণ্ঠে ‘এই জীবন পর্যালোচনা করি’। গানের কথাগুলো এমন: এই জীবনের কথা ফিরে তাকালে, শুধু একাকী লাগে। সব সত্য প্রেম আমি যে দিয়েছি, তার কোনো জবাব নাই। হৃদয়ে এত তিক্ততা, এত কষ্ট। জীবন সহজ হয়। এই জীবনের দিকে ফিরে তাকালে, শুধু একাকী লাগে। বাস্তবতা কেন কল্পনার মত হয় না। জীবনের পথ হারিয়েছি, আগামীকাল কোথায় যাবো আমি? আমি অন্ধকার কোণায় বসে আছি, সময় এত দ্রুত চলে যায়। অতীতের স্বপ্ন আর কি বাকি?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং ছাও রানের গাওয়া ‘কেউ আমাকে বোঝে না’ গানটি। গানের কথাগুলো এমন: কেউ আমার সঙ্গে অন্ধকারে থাকে না। কেউ আমার বড় বাতাস প্রতিরোধ করে না। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার কাছে থাকে না। কেউ আমার মনের কথা শোনে না, আমি কে, কেউ পাত্তা দেয় না। কেউ আমার হৃদয়কে উষ্ণ করতে চায় না। কেউ আমার দুঃখ বোঝে না, কেউ আমার ক্লান্তি জানে না। কেউ আমাকে সান্ত্বনাও দেবে না।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং ছাও রানের কণ্ঠে ‘যোগাযোগ বন্ধ করার চেষ্টা করা’। গানের কথাগুলো এমন: আমি চেষ্টা করি, চুপচাপ করে যোগাযোগ বন্ধ করি। তোমার সব স্মৃতি মুছে ফেলি। কল্পনা করতে পারি না, আমরা অতীতের কথায় পরিণত হই। আমার দুনিয়ায় আর তুমি নেই। আমার লাগেজ প্যাকেজ করা হয় নি, আমি এই শহর থেকে চলে যাচ্ছি, তুমি একটি শব্দও বলো নি। আমার অশ্রু, নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যেন জানালার বাইরে বৃষ্টি।

আচ্ছা, শুনুন গানটি।