আলতুন পর্বতমালায় ন্যাশনাল নেচার রিজার্ভ
2023-09-18 14:31:22

সেপ্টেম্বর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের আলতুন পর্বতমালায় রয়েছে  ন্যাশনাল নেচার রিজার্ভ। এই নেচার রিজার্ভের পরিমাণ ৪৫ হাজার বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে ৪৫৮০ মিটার উঁচুতে অবস্থিত এই প্রাকৃতিক সংরক্ষিত অঞ্চলে মালভূমি–মরু-তৃণভূমি এলাকার ইকোসিস্টেম রয়েছে।

এখানে জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখা হচ্ছে। এখানে রয়েছে তিব্বতি বুনো গাধা, কালোগলা সারস পাখি, ব্ল্যাক স্টর্ক, তিব্বতি অ্যান্টিলোপ হরিণ, তিব্বতি গ্যাজেলি হরিণ, রুডি শেলডাক পাখি, বুনো চমরি গরু, বুজার্ড পাখি, ছোট প্রাণী পিকা ইত্যাদি।

গত কয়েক বছরে জীববৈচিত্র্য সংরক্ষণে চীনের উদ্যোগের ফলে এই এলাকায় জীববৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। এই এলাকায় এখন ইকো টুরিজমকে প্রাধান্য দেয়া হচ্ছে।

শান্তা/হাশিম