রোববারের আলাপন- “আমরা একযোগে হাং চৌ এশিয়ান গেমসের অপেক্ষা করি!”
2023-09-17 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং…


তৌহিদ ভাই, সম্প্রতি আপনি কি কি মজার খাবার খেয়েছেন? চীনা খাবারের মধ্যে আপনার প্রিয় খাবার কোনটি? বাংলাদেশের খাবারের মধ্যে কোনোটা আপনি সবচেয়ে মিস করেন?

তৌহিদ:....


আমার আসলে অনেক বন্ধুরা, তারা বেশি তেল, বেশি চর্বিযুক্ত, বেশি লবণাক্ত, বেশি গরম খাবার পছন্দ করেন। এটা হয়ত সবাই পছন্দ করে তাইনা ভাই?

তৌহিদ:...

কিন্তু এ ধরনের খাবার আমাদের এড়িয়ে চলা উচিত। আপনি কি মনে করেন?

তৌহিদ:...

সংগীত

সম্প্রতি থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুরসহ মোট ১০টিরও বেশি এশিয়ান দেশের চীনে নিযুক্ত কূটনৈতিকরা চ্যচিয়াং প্রদেশ সফর করেছেন। তারা এবারের এশিয়ান গেমসের স্টেডিয়াম ও স্থাপনাকে ফোকাস করেছেন।  


চীনে নিযুক্ত থাইল্যান্ডের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লু সিন রান বলেন, হাং চৌ এশিয়ান গেমসের স্টেডিয়াম ও স্থাপনার নির্মাণকাজে আধুনিক ভবন ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সমন্বয় করে দেখা যায়। এ ছাড়া তা শহরের অবকাঠামোর মাণ উন্নত করেছে এবং গণকল্যাণ বৃদ্ধি করেছে। তা একটি অসাধারণ ব্যাপার। 


চীনে নিযুক্ত পূর্ব তিমুরের রাষ্ট্রদূত বলেন, এশিয়ান গেমস শুধু খেলাধুলা প্রতিযোগিতার সম্মেলনই নয়, বরং সহযোগিতা ও বন্ধুত্বের সম্মেলন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করে, চ্যচিয়াং প্রস্তুত রয়েছে, আমরা একযোগে হাং চৌ এশিয়ান গেমস আয়োজনের জন্য অপেক্ষা করি!” 


অন্যদিকে, সম্প্রতি চীনের চ্যচিয়াং প্রদেশের হাংচৌ শহরে এশিয়ান গেমস ও প্রতিবন্ধী গেমসের প্রস্তুতিকাজ পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ছেন ই ছিন। ‘সরল, নিরাপদ ও চমত্কার’ পদ্ধতিতে হাংচৌ এশিয়ান গেমসের সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন তিনি।


হাংচৌ আর হুচৌ শহরে এশিয়ান গেমসের বিভিন্ন ইভেন্ট পরিচালনা, মিডিয়া ও আবহাওয়া পরিষেবা এবং মশাল রিলে উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন প্রক্রিয়া পরিদর্শন করেছেন ছেন। তিনি জোর দিয়ে বলেন যে, সংশ্লিষ্ট প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে, প্রতি সেকেন্ডের দায়িত্ব কাঁধে নিয়ে সংশ্লিষ্ট প্রস্তুতি সম্পন্ন করতে হবে।


এবারের হাং চৌ এশিয়ান গেমসের প্রস্তুতি ও আয়োজনে ‘ সবুজ’সহ নানা ধারণা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আপনার মতামত কি?

তৌহিদ:..

(আকাশ/তৌহিদ)