‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৩৫
2023-09-13 19:21:27

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।       

১. বাংলাদেশের একঝাঁক তরুণ প্রতিনিধিকে যা বললেন ইয়ান হুয়ালং

 

দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিহীত জনগণের মধ্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালং। সম্প্রতি চীন সফর করতে যাওয়া একদল যুব প্রতিনিধিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  

 

চীন সফর করতে যাওয়া বাংলাদেশের একটি যুব প্রতিনিধিদলের জন্য সম্প্রতি এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান হুয়ালং। এতে দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক চাং চিং এবং প্রতিনিধিদলের ১৮ জন সদস্য অংশ নেন। দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা যায়।

 

চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে ইয়ান বলেন, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে ফলপ্রসূ হয়েছে। তিনি আরও বলেন, গেল মাসে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় এক দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ঐতিহ্যগত বন্ধুত্ব বিকাশে যুব-বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন ইয়ান হুয়ালং। তিনি আরও বলেন, এই সফরে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও ইতিহাস, নগর নির্মাণ, শিক্ষাগত উন্নয়ন - এমন নানা বিষয়ে একাধিক দৃষ্টিকোণ থেকে চীনা-ধারার আধুনিকীকরণের অর্জন সম্পর্কে জানার সুযোগ পাবে তরুণ প্রতিনিধিদল।

 

দুই দেশ ও জনগণের মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্বের সেতুবন্ধন বৃদ্ধি করতে চীনা তরুণদের সঙ্গে নিজেদের সম্পর্কটাকে আরও ঝালাই করে নেওয়ার আহ্বান জানান তিনি।  

 

অনুষ্ঠানে প্রতিনিধিদলের নেতা চীন সফরের মূল্যবান সুযোগ প্রদানের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিনিধিদলের সকল সদস্য এ সফরের জন্য অধীরভাবে অপেক্ষা করছে। তারা গভীরভাবে চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে, চীনা তরুণদের সঙ্গে যোগাযোগ গভীর করতে এবং দুই দেশের যুবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্বকে উন্নীত করার অঙ্গীকার করেন।

 

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ শিহাবুর রহমান

 

২.  

বাংলাদেশে যে শিক্ষার্থী যে বিষয়ে ভালো এবং যার ঝুঁক যে বিষয়ে বেশি তাকে সেক্ষেত্রে দক্ষ হওয়ার সুযোগ দিলে শিক্ষাব্যবস্থায় বিদেশের মতো বড় পরিবর্তন ঘটানো সম্ভব মন্তব্য বাংলাদেশি শিক্ষার্থীর।  

 

বাংলাদেশি শিক্ষার্থী দিদারুল ইসলাম শানসি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ল বা আন্তর্জাতিক বাণিজ্য আইন নিয়ে স্নাতকোত্তর করছেন।

 

তারুণ্যের অগ্রযাত্রার এই পর্বে দিদারুল ইসলামকে আমরা আমাদের ঢাকা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারুণ্যের অগ্রযাত্রা অনুষ্ঠানে দিদারুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি।

  

সাক্ষাৎকার গ্রহণঃ রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা:  রওজায়ে জাবিদা ঐশী/রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী