এখানে মানুষের বিচরণ সীমাবদ্ধ, এখানকার আলপাইন ঠাণ্ডা এলাকা বন্যপ্রাণীদের অভয়ারণ্য।
চীনের তিব্বতের ছিয়াংথাং জাতীয় প্রকৃতি সংরক্ষণ অঞ্চলে ৩০ বছর বয়সী রক্ষক সিডান কিয়ংঝু ২৯২২ দিন ধরে বিশাল এলাকাজুড়ে বন্যপ্রাণী রক্ষার কাজ করছেন।
প্রতিদিন দুই পায়ে তিনি হাঁটেন, নিজের কাজের স্বার্থে। এভাবে কেটেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। অনেক জুতার তলি ক্ষয় করেছেন তিনি। বিনিময়ে শতাধিক ধরনের বন্যপ্রাণীর অভয়ারণ্য সুরক্ষিত থাকতে পেরেছে।
সাধারণ মানুষেরও অসাধারণ অভিজ্ঞতা থাকে। ৬ বছর আগে নদীর বরফশীতল পানিতে ডুবে যাওয়া গাড়ি উদ্ধার করতে গিয়ে সিডান কিয়ংঝু তাঁর পায়ের ১০টি আঙ্গুলই হারান। তাঁর এমন দুঃখের অভিজ্ঞতা তাকে এ পবিত্র স্থানের সাথে সংযুক্ত করেছে।
গত ৮ বছরে ছিয়াংথাংতে ৭৩টি প্রশাসনিক স্টেশনে ৭৮০ জন পেশাদার রক্ষক কাজ করেছেন। প্রত্যেকে সিডান কিয়ংঝুর চেতনায় উদ্বুদ্ধ হয়ে, মালভূমির মরুভূমি, হ্রদ, পুকুর, ও তুষারাবৃত পবর্তে বসবাসকারী বন্য পশুপাখিদের রক্ষা করেন। তাঁদের নিরলস প্রচেষ্টায় এ বিস্ময়কর মাটিতে যেন নতুন প্রাণশক্তির সৃষ্টি হয়েছে।
‘একই পৃথিবী, একই জন্মভূমি, একই ভবিষ্যত’ (সুবর্ণা/আলিম/মুক্তা)