চীনের ধারাবাহিক উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সিফটিস
2023-09-11 15:24:03

আয়োজনের গোড়ার দিক থেকে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা (টিফটিস) দেশটির ধারাবাহিক উন্মুক্তকরণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং এটি অধিকতরভাবে সৌদি আরব-চীন দ্বিপাক্ষীয় বাণিজ্যিক বিনিময় বেগবান করতে থাকবে। সম্প্রতি সৌদি আরবের আজলান অ্যান্ড ব্রাদার্স হোল্ডিংয়ের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা আজলান মোহাম্মদ আলাজলান এক সাক্ষাত্কারে এমন কথা বলেন।

তিনি বলেন, ২০২২ সালে আজলান অ্যান্ড ব্রাদার্স হোল্ডিং প্রথমবারের মতো সিফটিসে অংশ নেয়। উচ্চমানের উন্মক্তকরণ প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে কোম্পানিটি উত্কৃষ্ট চীনা প্রতিষ্ঠানের সঙ্গে পঞ্চম-প্রজন্ম বা ফিইভ-জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, আর্থিক প্রযুক্তি, স্মার্ট চিকিত্সাসহ বিভিন্ন নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করে। একই সময় চীনের সহযোগিতামূলক অংশীদার প্রতিষ্ঠান এ মেলার মাধ্যমে আজলান অ্যান্ড ব্রাদার্স সম্পর্কে জানতে পারে এবং ভবিষ্যতে দু’পক্ষের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার জন্য একটি সুস্থ ভিত্তি স্থাপন করে।

তিনি জানান, চলতি বছরও আজলান অ্যান্ড ব্রাদার্স সিফটিসে অংশ নেয় এবং এবার তাদের প্রদর্শনী বুথের আয়তন সম্প্রসারিত করে ১৪০ বর্গমিটারে। তিনি বলেন, তাদের কোম্পানি মেলা-স্থলে আরও বেশি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে মুখোমুখি আলাপ-আলোচনা করে, অন্য পক্ষের পরিষেবা চাহিদা, বিশেষ করে, আর্থিক প্রযুক্তি, সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সক্ষমতা বোঝার চেষ্টা করে।

দীর্ঘকাল ধরে চীন ও সৌদি আরব ঘনিষ্ঠ অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ সাল থেকে সৌদি আরব মধ্যপ্রাচ্যে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ২০১৩ সাল থেকে চীন সৌদি আরবের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তাছাড়া চীন সৌদি আরবের বৃহত্তম তেল রপ্তানি-বাজার। ২০২২ সালে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলারে, যা ২০২১ সালের তুলনায় ৩৩ দশমিক ১ শতাংশ বেশি।

আজলান বলেন, চলতি বছর ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। সিফটিস ‘এক অঞ্চল এক পথ’ পরিষেবা ও বাণিজ্যিক সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে পরিষেবা শিল্পের ডিজিটাইজেশন ও সৃজনশীল সহযোগিতাকে প্রধান লক্ষ্যে পরিণত করেছে, যা সৌদি আরবের ‘রূপকল্প ২০৩০’এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে আরও বেশি সৌদি প্রতিষ্ঠান এবং চীনা প্রতিষ্ঠানের মধ্যে বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র তৈরির মাধ্যমে এ মেলা অধিকতরভাবে সৌদি-চীন বাণিজ্যিক বিনিময়কে শক্তিশালী করবে। (প্রেমা/রহমান)