আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ এবং...।
বন্ধুরা, ১০ সেপ্টেম্বর হচ্ছে চীনের শিক্ষক দিবস। এ বিশেষ দিনে আমরা বিশ্বের সব শিক্ষকদের জন্য আমাদের সবচেয়ে উচ্চ শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। শরত্ ভাই, এ বিশেষ সময় আপনি শিক্ষকদের জন্য কিছু বলতে চান?
তৌহিদ:
আপনি আপনার শিক্ষকদের কিছু দারুণ স্মৃতি বা গল্প আমাদের শেয়ার করতে পারবেন?
তৌহিদ:..
সংগীত
প্রিয় বন্ধুরা, এবারের হাং চৌ এশিয়ান গেমস আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হাংচৌয়ে অনুষ্ঠিত হবে। এখন সব ধরনের প্রস্তুতিমূলক কাজ সুষ্ঠুভাবে চলছে। হাংচৌ এশিয়ান গেমসে ‘সবুজ, স্মার্ট, সাশ্রয়ী, ও সভ্য’ ধারণা বাস্তবায়ন করা হবে। কীভাবে? এটাই আমাদের আজকের আলোচ্য বিষয়।
প্রথমত, ‘সবুজ এশিয়ান গেমস’ হচ্ছে হাংচৌ গেমসের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ লক্ষ্য পূরণে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই ‘হাংচৌ এশিয়ান গেমস সবুজ কর্মপরিকল্পনা’ প্রকাশিত হয়েছে। এতে সবুজ স্টেডিয়াম নির্মাণ, সবুজ জ্বালানি সরবরাহসহ ৮টি বিষয় অন্তর্ভুক্ত আছে। এ ছাড়া, পরিকল্পনাতে এবারের এশিয়ান গেমসকে প্রথমবারের মতো কার্বন-নিরপেক্ষ করার লক্ষ্যও স্থির করা হয়।
আমরা এখানে সবুজ জ্বালানি সরবরাহের একটি উদাহরণ দিতে পারি। এবারের এশিয়ান গেমসের ৫৬টি স্টেডিয়ামের সবকটিতে ব্যবহার করা হবে সবুজ বিদ্যুত। এ বিদ্যুত হচ্ছে ছিংহাই, কানসুসহ দেশের নানান অঞ্চলে উত্পাদিত সৌরবিদ্যুত বা বায়ুবিদ্যুত। এর ফলে ৭৬ হাজার ৩২০ টন কয়লা সাশ্রয় হবে।
এদিকে হাংচৌ একটি ডিজিটাল অর্থনীতির শহর; উদ্ভাবনী প্রাণশক্তির শহর। আয়োজক-শহর হিসেবে, হাংচৌ ‘স্মার্ট’ এশিয়ান গেমস আয়োজনের ধারণা বাস্তবায়ন করার চেষ্টা করছে। ‘স্মার্ট হাংচৌ ২০২২’ হচ্ছে এশিয়ান গেমসের প্রথম ডিজিটাল সেবা প্লাটফর্ম, যা আন্তর্জাতিক গেমসের ইতিহাসেও একটি উদ্ভাবন। এ প্লাটফর্ম ‘খাবার, বাসস্থান, যাতায়াত, ভ্রমণ, কেনাকাটা, বিনোদন’— অংশগ্রহণকারীদের এই ছয়টি চাহিদা পূরণ করবে। গেমস চলাকালে, বিভিন্ন দেশের দর্শকদের জন্য টিকিট, যাতায়াত, প্রতিযোগিতা উপভোগ, বাসস্থান, খাবার, ভ্রমণসহ বিভিন্ন খাতে সেবা দেবে এই প্লাটফর্ম।
এ ছাড়া, ‘স্মার্ট’ পদ্ধতি স্টেডিয়াম ব্যবস্থাপনার ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। যেমন, স্টেডিয়াম ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য চ্যচিয়াং প্রদেশ হুয়াংলোং খেলাধুলা কেন্দ্রে ‘স্মার্ট স্টেডিয়াম ব্রেইন’ নামক একটি ডিজিটাল ব্যবস্থা স্থাপন করেছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে পারবেন।
পাশাপাশি, ‘সাশ্রয়ী’ চেতনাও হাংচৌ এশিয়ান গেমস অনুসরণ করছে। হাংচৌ এশিয়ান গেমসের ৫৬টি স্টেডিয়ামের মধ্যে ৪৪টি হচ্ছে আগের স্টেডিয়ামের সংস্কার বা অস্থায়ীভাবে স্থাপিত। আমরা হাংচৌ তিয়ানচি বিশ্ববিদালয়ের স্টেডিয়ামকে উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। এখানে আগের ৫০০০টিরও বেশি চেয়ার সংস্কার করার পর আবার ব্যবহার করা হচ্ছে। এতে স্বাভাবিকভাবেই ব্যয় কমেছে।
এ ছাড়া, হাংচৌ এশিয়ান গেমসের ৫৬টি স্টেডিয়ামে মোট দশ হাজার ‘বাধামুক্ত সুবিধা’ ও ‘শিশুসেবাকেন্দ্র’ স্থাপন করা হয়েছে। পাশাপাশি, এবারের এশিয়ান প্যারা গেমসের স্টেডিয়ামগুলোকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ‘বাধামুক্ত স্থাপনা’র মান অনুসারে সংস্কার বা নির্মাণ করা হয়েছে।
বন্ধুরা, আগামী এক মাসের মধ্যে হাংচৌ এশিয়ান গেমসের আসর বসবে। হাংচৌ অবশ্যই এশিয়ার বিভিন্ন দেশ ও অঞ্চলের জনগণের সামনে একটি অসাধারণ উচ্চ মানের ক্রীড়া-প্রতিযোগিতা উপস্থাপন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।
ভাই, হাং চৌ এশিয়ান গেমস নিয়ে আপনার প্রত্যাশা কি।
তৌহিদ:...
(আকাশ/তৌহিদ)