আজকের অনুষ্ঠানে চীনের একজন জনপ্রিয় গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম ওয়াং সু লোং। তিনি তার গান রচনার দক্ষতা ও বিশেষ গানের শৈলীর জন্য পরিচিত। তার মিষ্টি প্রেমের গান চীনে বেশ জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ওয়াং সু লোং’র একটি সুন্দর গান ‘কেং’।গান ১
ওয়াং সু লোং ১৯৮৯ সালে চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াং নিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ের একটি সংগীত জন্মগ্রহণ করেন। তার দাদা একজন বিখ্যাত ‘আর হু’ বাদক, কয়েক দশক আগে বিদেশে পারফর্ম করতে গিয়েছেন। তার বাবাও একজন গিটারিস্ট, চীনের অনেক ক্লাসিক গান তৈরির কাজে তিনি যোগ দিয়েছেন। তাদের প্রভাবে ওয়াং সু লোং ছোটবেলা থেকেই সংগীত খুব পছন্দ করেন। মাধ্যমিক স্কুলের সময়ে তিনি ক্লাসিক সংগীত প্রশিক্ষণ শুরু করেন। পরে শেন ইয়াং সংগীত অ্যাকাডেমিতে ভর্তি হয়ে গান রচনা শিখেন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ওয়াং সু লোং অনলাইনে তার রচিত ও গাওয়া গান প্রকাশ করেন এবং তা অনেক জনপ্রিয়তা পায়। এক সংগীত কোম্পানি তাকে আবিষ্কার করে এবং তাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। এভাবে ওয়াং সু লোংয়ের গায়ক জীবন শুরু হয়।গান ২
২০১২ সালে ওয়াং সু লোং অ্যালবাম ‘অভিকর্ষ’ প্রকাশ করেন। অ্যালবামের সব গান তার নিজের রচনা। এতে শোনা যায় ব্যালাড, পপ, R&B、Funky、 চীনা বৈশিষ্ট্যময়সহ অনেক শৈলীর গান। আগের দীর্ঘ সময়ের গান রচনার অভিজ্ঞতার জন্য নতুন গায়ক হলেও ওয়াং সু লোংয়ের গান খুব পরিপক্ব। অ্যালবামটি মুক্তির পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি এজন্য বার্ষিক শ্রেষ্ঠ নতুন গায়কের পুরস্কার পান। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের খুব জনপ্রিয় একটি মিষ্টি প্রেমের গান ‘অভিকর্ষ’।গান ৩
ওয়াং সু লোংয়ের মিষ্টি প্রেমের গান খুব জনপ্রিয়। তিনি সবসময় সুর ও ছন্দের মাধ্যমে প্রেমে সেসব মিষ্টি মুহূর্ত এবং প্রেমিক ও প্রেমিকার মনে সুখী অনুভূতি প্রকাশ করতে পারেন। তার প্রেমের গানে বেশি জীবন দর্শন নেই, তবে ছোট ব্যাপারের মাধ্যমে সাধারণ জীবনের সৌন্দর্য তুলে ধরেছেন। বন্ধুরা, এখন আমরা শুনবো ওয়াং সু লোংয়ের খুব জনপ্রিয় একটি মিষ্টি প্রেমের গান ‘একটু মিষ্টি’।গান ৪
বন্ধুরা, পরের গান আমরা শুনবো তা হল ওয়াং সু লোংয়ের একটি সুন্দর গান ‘থাও হুয়া শান’ বা ‘পিচ ফুলের ফান’। গানে প্রাচীনকালে একটি সুন্দর প্রেমের গল্প বলা হয়। এতে তিনি চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, বেইজিং অপেরা এবং র্যাপ, পপ সুন্দরভাবে মিশ্রণ করেছেন। গানের কথা ও মূল বিষয় চীনা বৈশিষ্ট্যময়, তবে সংগীত প্রকাশের উপায় পাশ্চাত্যের মতো, এসব আলাদা সংগীত তার গানে সুষম ও সুরেলা। এটাই ওয়াং সু লোংয়ের গানের আকর্ষণ। বন্ধুরা, এখন তার গান ‘থাও হুয়া শান’ বা ‘পিচ ফুলের ফান’ শুনুন।গান ৫
অসাধারণ কল্পনাশক্তি ওয়াং সু লোংয়ের গানের অনন্য একটি বৈশিষ্ট্য। তিনি কল্পনা দিয়ে সাধারণ জিনিস ও বিষয়কে অসাধারণ মনোহরণ রূপ দেন। বন্ধুরা, এবার যে গান আমরা শুনবো এর নাম ‘ছায়াপথ’। গানে তিনি বলেন প্রতিটি মানুষ যেন ছায়াপথের একটি তারা, কার সঙ্গে দেখা হবে, কি ট্র্যাক অনুসারে এগিয়ে যাবে, আর কিসের জন্য আকৃষ্ট হবে, সব অজানা। এটাই জীবনের মনোহরণ। প্রতিটি মুহূর্ত মূল্যায়ন করাই যথেষ্ট। বন্ধুরা, এখন শুনুন ওয়াং সু লোংয়ের গান ‘ছায়াপথ’।গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে ওয়াং সু লোংয়ের আরেকটি সুন্দর গান ‘হঠাৎ গরমকাল চলে যায়’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।