চৌ জেননান
2023-09-07 15:54:28

চৌ জেননান, যিনি ভিন নামেও পরিচিত, ২০০০ সালের ২১ জুন চীনের ছোংছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক, রাইজ নামের ব্যান্ডের প্রধান। তাঁর বয়স যখন ১২ বছর, তখন তিনি সুপারমার্কেট থেকে মাইকেল জ্যাকসনের ‘This is it’ অ্যালবামটি কেনেন। মাইকেলের পরিবেশনা দেখার পর তাঁর জীবনে প্রথমবারের মতো মঞ্চে দাঁড়ানোর আকাঙ্খা জাগে। তখন থেকে তিনি রাস্তায় নাচ শিখতে শুরু করেন। ২০১২ সালে তিনি সঙ্গীত শেখার সিদ্ধান্ত নেন এবং ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার একটি বিনোদন কোম্পানিতে প্রশিক্ষণার্থী হিসাবে যোগ দেন।

২০১৭ সালে তিনি সঙ্গীতের একটি রিয়েলিটি শোয়ে অংশ নেন। চূড়ান্ত পর্বে জাতীয় ফাইনালে চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন চৌ জেননান। ওই বছর ৮ ডিসেম্বর তিনি ভিক্টর মা নামে অন্য একজন শিল্পীর সঙ্গে ‘ঠিক দু’বছর হয়েছে’ গানটি গান। ১৪ ডিসেম্বরে তিনি প্রথম একক ইপি ‘ভি’ প্রকাশ করেন। এতে রাখা হয় ‘Hate Me’ ও ‘Jail’সহ পাঁচটি গান। 

 

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারিতে চৌ জেননানের মূল অ্যালবাম ‘লিটল স্টার - ভি ওভারচার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তাঁর একক সঙ্গীত লেবেল ‘ভি’র ওভারচার হিসেবে এতে ‘লিটল স্টার’ ও ‘বন’সহ তিনটি গান অন্তর্ভূক্ত হয়। অ্যালবামটি রিমাস্টারড রূপে প্রকাশিত হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি ‘বন’ শীর্ষক গানটি আপনাদেরকে শুনিয়েছিলাম। এখন আমি অ্যালবামের অন্য দু’টো গান ‘লিটল স্টার’ এবং ‘I will show you’ আপনাদেরকে শোনাবো। 

২০১৯ সালে তিনি যুব লীগের প্রশিক্ষণ অনুষ্ঠান ‘সৃষ্টি শিবির ২০১৯’-এ অংশ নিয়ে ফাইনালে পর্বে প্রথম স্থান অর্জন করেন এবং এর মধ্য দিয়ে তিনি পুরুষ সঙ্গীতদল ‘রাইজ’-এ যোগ দেন। তিনি ব্যান্ডের সঙ্গে শোবিজে প্রবেশ করার পর প্রথম গান ‘রাইজ’ প্রকাশ করেন। এটি চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক: ইন্টারন্যাশনাল’-এ প্রচারিত গানও।

 

বন্ধুরা, গত ১ সেপ্টেম্বর চৌ জেননানের ২০২৩ সালের নতুন অ্যালবাম ‘এফ. এফ. এফ’-এর প্রথম দফা একক গান অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। সেদিন প্রকাশিত প্রথম অধ্যায়ের প্রতিপাদ্য হলো ‘Freedom’। অ্যালবামের শিরোনামের গানটি ছাড়া আরও রয়েছে ‘Die now, or love forever’ শীর্ষক গানটি। একই সময় ‘এফ. এফ. এফ’ গানটির এমভিও মুক্তি পায়। তাঁর দ্বিতীয় অ্যালবাম হিসাবে এতে তাঁর আগের ‘ভালোবাসা’ সম্পর্কিত প্রধান বিষয় অন্তর্ভূক্ত হবার পাশাপাশি বর্তমানে তাঁর অনুভূতিও প্রকাশিত হয়।  (প্রেমা/রহমান)