বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং হান ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
লিয়াং হান ওয়েন, ১৯৭১ সালের ৫ নভেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের সংগীত মহলের একজন বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন টিভি অনুষ্ঠান উপস্থাপক এবং টিভি সিরিজের অভিনেতা।
১৯৯১ সালে লিয়াং হান ওয়েনের প্রথম অ্যালবাম ‘তোমার অপেক্ষা করি, তোমায় মিস করি’ প্রকাশিত হয়। ১৯৯৪ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘একা থাকতে চাই না’ বাজারে আসে। ২০০৯ সালে লিয়াং হান ওয়েন হংকংয়ের আরো তিনজন পুরুষ কণ্ঠশিল্পীর সঙ্গে ‘বিগফোর’ নামে একটি সংগীত ব্যান্ড গঠন করেন।
বন্ধুরা, এখন শুনুন লিয়াং হান ওয়েনের কণ্ঠে ‘ভালো বন্ধু’। গানের কথায় বলা হয়, যদি আমাকে একটি ইচ্ছা করতে দাও, আশা করি মিস করার কিছু নেই। আনন্দে গান গাও, সুন্দরভাবে মোমবাতি ফুঁ দিতে আসো। তুমি আমাকে ভালোবাসতে ব্যর্থ হও, তা খুবই সাধারণ ব্যাপার। আমার দুঃখ হওয়া উচিত নয়। হয়তো অন্য কেউ আমাকে ভালোবাসতে আসবে। তারপর অনেক বছর প্রেমের পর যদি ফল হয়। তুমি এবং সে আমাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে পারবে? অসহায়ত্ব শুধু ভালো বন্ধু। আমাকে চুমু দিও না। স্বেচ্ছায় তোমার পাশে। দুঃখের বিষয়, বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়। আস্থাভাজন তাই বিরল। এটা মেনে নিতে হয়।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিয়াং হান ওয়েনের আরেকটি গান, গানের নাম ‘দাগ রাখি’। গানের কথায় বলা হয়, কার এমন ব্যক্তিত্ব নেই যা পরিবর্তনশীল। যার কেবলমাত্র সবকিছু পরিষ্কারভাবে দেখার জ্ঞানের মূল রয়েছে। হৃদয় শান্ত মনে হয় তবুও শান্ত নয়, এটি জটিল স্মৃতি ও ভালবাসার টুকরো। তারপর থেকে আমি শীতল, অভিমানী আর রাগ, এইভাবে চোখ ছল ছল করার আশায়। প্রেম একটি রাতের বিড়ালের মতো বন্য। প্রেম একটি প্রচণ্ড আগুনের মতো কিন্তু ঘন বরফে ঢাকা
নিয়তি।
আচ্ছা, শুনুন এই প্রেমের গানটি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিয়াং হান ওয়েনের আরেকটি গান, গানের নাম ‘সূর্যোদয়ের পর’। গানের কথাগুলো এমন: রাতের হাওয়া আমার মুখে চুমু দেয়। তুমি যতই ঘুমাও না কেন, তবুও তুমি অনিচ্ছায় আমার কাঁধে হেলান দিয়ে আছো। দীর্ঘ দিগন্ত ভেদ করে একে অপরের দৃষ্টিতে আসে। আমি তোমাকে জিজ্ঞাসা করি যে, আমরা আগামীকাল সকালের মুহূর্তে দেখা করতে পারি কিনা। তুমি কি সূর্যোদয়ের পর আরও কিছু করতে চাও।
আচ্ছা, শুনুন গানটি।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং হান ওয়েনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)