প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন রয়েছে আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘ঊর্মির বৈঠকখানা'; পরিবেশন করছি আমি ওয়াং হাইমান ঊর্মি ।
আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন আহমেদ তুহিন, যিনি বর্তমানে চীনের শেনচেন ‘তেহাইছুন’ ইলেকট্রনিক কোম্পানি লিমিডেটের মার্কেটিং বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।