আসিয়ান শীর্ষসম্মেলন উদ্বোধন, এর অংশীদার কে কে?
2023-09-05 15:28:02

৪ থেকে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত, ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান শীর্ষসম্মেলন এবং পূর্ব এশীয় সহযোগিতা নেতৃবৃন্দের সভা শুরু হয়। আসিয়ান সদস্য দেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, বাংলাদেশ এবং কুক দ্বীপপুঞ্জের মতো সংলাপ অংশীদার এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থাসহ ২০টিরও বেশি দেশের নেতা ও প্রতিনিধি এতে অংশগ্রহণ করছে।

আয়োজক দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে যে, এটি আসিয়ান ও অংশীদারদের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে বড় শীর্ষসম্মেলন। ইন্দোনেশিয়ান পক্ষের মতে, এবারের আসিয়ান শীর্ষসম্মেলনের থিম হল ‘আসিয়ান গুরুত্বপূর্ণ: অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র নির্মাণ’। বৈঠকের মধ্যে থাকবে আসিয়ানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, "দক্ষিণ চীন সাগরে আচরণবিধি” নিয়ে আলোচনা করা, এই অঞ্চলের পারমাণবিক অস্ত্র-মুক্ত করার অবস্থা নিশ্চিত করা এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নত করা। অংশগ্রহণকারীরা কয়েক ডজন সহযোগিতার বিষয়ে ঐক্যমতে পৌঁছাবে।

সভার থিম থেকে বোঝা যায়, এই বৈঠকের কেন্দ্রীয় বিষয় হচ্ছে অর্থনীতি। বৈঠকটি অর্থনৈতিক সহযোগিতার উপর দৃষ্টি নিবদ্ধ করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করবে। এ ধরনের একটি কর্মসূচী বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া এবং এই অঞ্চলের দেশগুলির সাধারণ আকাঙ্ক্ষা প্রকাশ করে।