তেল আবিবের রেড লাইন চালু, চীনা প্রতিষ্ঠানের প্রশংসায় স্থানীয় জনগণ
2023-09-04 10:42:34

চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ লিমিটেড (আরইসি)সহ কয়েকটি চীনা প্রতিষ্ঠান-নির্মিত ইসরায়েলের তেল আবিব লাইট রেল রেড লাইন গত ১৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে চালু হয়। স্থানীয় জনগণ এই প্রথম সাবওয়ে রেলওয়ের অভিজ্ঞতা অর্জন করে। তারা চীনা প্রতিষ্ঠানের পেশাদারিত্ব ও ত্যাগের প্রশংসা করেন।

রেড লাইনটি ইসরায়েল প্রতিষ্ঠার পর সরকার-অনুমোদিত বৃহত্তম অবকাঠামো প্রকল্প। লাইনটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। এর মধ্যে ১২ কিলোমিটার  মাটির উপর এবং ১২ কিলোমিটার মাটির নিচে। এ লাইনটি দেশটির পাঁচটি সবচেয়ে সমৃদ্ধ শহরের মধ্য দিয়ে গেছে এবং ৫৩টি জটিল ও ব্যস্ত ট্রাফিক মোড় অতিক্রম করেছে। প্রকল্পটির আওতাধীন এলাকা বিশাল, পেশাদারদের সংশ্লিষ্টতা ব্যাপক, প্রযুক্তিগত অন্তর্ভূক্তি উচ্চ এবং ইন্টারফেস অত্যন্ত জটিল। ফলে প্রকল্পের ধারণা পর্যায় থেকে বাস্তবায়ন পর্যন্ত বেশ কয়েকটি জটিলতা দেখা দেয় এবং সেগুলো নিরসনে লম্বা সময় লাগে। স্থানীয় কোম্পানির সঙ্গে আরইসিসহ চীনা প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগ গড়ার ক্ষেত্রে বহু অসুবিধা অতিক্রম করে ৮ বছরে প্রকল্পটির কাজ শেষ হয়।

স্থানীয় বিভাগের মূল্যায়নে বলা হয়, রেড লাইন প্রকল্প চালু হবার পর পিক-আওয়ারে তেল আবিবের গণপরিবহন ব্যবহারের হার ২৫ থেকে ৪০ শতাংশে উন্নীত হবে, ব্যক্তিগত যানবাহন ব্যবহারের সময় ১২ শতাংশ কমবে, যাতায়াতের সময় ব্যাপকভাবে কমে আসবে, যা যানজট উপশম করার পাশাপাশি অধিকতরভাবে ইসরায়েলের শহর থেকে শহরে বাণিজ্যিক যোগাযোগ ও মানুষে-মানুষে বিনিময় বেগবান করবে।

জানা গেছে, রেড লাইন প্রকল্পের ৯০টি হালকা ট্রেনের সবগুলোই চীন থেকে কেনা হয়েছে। প্রতিটি ট্রেনে ৫শ’ যাত্রী বহন করা যাবে। এসব ট্রেনের প্রযুক্তিগত বিষয় ও নিরাপত্তা সুরক্ষার মান সবই গোটা বিশ্বে অগ্রণী অবস্থানে রয়েছে। ইসরায়েলি পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রী বলেন, “চীনা প্রতিষ্ঠান খুবই ভাল। তারা আমাদের প্রকল্পটি বাস্তবায়ে সাহায্য করেছে। আমি চীন ও চীনা জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা চীনা প্রতিষ্ঠানগুলোকে ইসরায়েলে আমন্ত্রণ জানাই। ইসরায়েল একটি সুন্দর দেশ, যার রয়েছে সুস্বাদু খাবার। এখন খুব ভাল পাতাল রেলও আছে।”

দেশটির মেট্রোপলিটন মাস ট্রানজিট সিস্টেম-এনটিএ’র ভাইস-প্রেসিডেন্ট গ্যারি গ্ল্যাটার সিমসি বলেন, চীনা প্রতিষ্ঠান তেল আবিবের প্রথম পাতাল রেল প্রকল্প বাস্তবায়নে অংশ নিয়েছে, যা চীন ও ইসরায়েলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।

তিনি বলেন, “এটি খুব উত্তেজনাপূর্ণ একটি দিন। কারণ তেল আবিবের প্রথম রেড লাইন চালু হয়েছে। লাইনটির জন্য নাগরিকরা বহু বছর অপেক্ষা করেছে। তেল আবিব একটি অত্যন্ত ব্যস্ত এবং ভিড় ও যানজট-পীড়িত শহর। প্রকল্পটি যানজট পরিস্থিতি প্রশম করবে, মানুষদের কেন্দ্রীয় শহরে যাওয়ার সুযোগ বাড়াবে। আমি এই সুযোগে চীনা জনগণকে ধন্যবাদ জানাতে চাই। কারণ চীনা প্রতিষ্ঠান আন্তরিকভাবে প্রকল্পের নির্মাণে অংশ নিয়েছে। এটি চীন ও ইসরায়েল বন্ধুত্বের প্রমাণ।” (প্রেমা/রহমান)