চীনের পরিষেবা মেলার মাধ্যমে বাজার সম্প্রসারণ করতে চায় ব্রিটেনের পরিষেবা মহল
2023-09-04 16:22:00


সেপ্টেম্বর ৪: গত ২ সেপ্টেম্বর ‘চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলা’ বেইজিংয়ে উদ্বোধন করা হয়। এবারের মেলার প্রধান অতিথি দেশ হিসেবে ব্রিটেন গত ৪ বছরের বৃহত প্রতিনিধি দল পাঠিয়েছে। মেলায় অংশগ্রহণকারী বেশ কিছু ব্যবসায়ী বলেন, এ মেলার মাধ্যমে চীনে বাজার সম্প্রসারণের প্রত্যাশা করেন তারা।

এবারের মেলার ব্রিটেন প্যাভিলিয়নে ছোট আকারের লন্ডন ব্রিজ খুব আকর্ষণীয়। এ ব্রিজ লন্ডনের ল্যান্ডমার্ক স্থাপনা। গত ২ সেপ্টেম্বর সকালে ব্রিটেনের জাতীয় প্যাভিলিয়নের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিজটি উদ্বোধনের মাধ্যমে দু’দেশের বাণিজ্য সুষ্ঠু ও দ্রুত বৃদ্ধির সদিচ্ছা প্রকাশ পায়। ব্রিটেনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাজারবিষয়ক প্রধান খাং পেং জানান,

(রেকর্ড ১)

‘এটি দু’দেশের সহযোগিতার প্রতীক। ব্রিজের নীচে বাণিজ্যিক জাহাজের জমজমাট কার্যক্রম দেখা যায়। জাতীয় প্যাভিলিয়ন উদ্বোধনের সময় আমরা এ লন্ডন ব্রিজ খুলেছি, তাতে আরও বেশি পণ্যবাহী জাহাজের চীন ও ব্রিটেনে যাতায়াতের সদিচ্ছা প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতে দু’দেশের বাণিজ্য খাতে আরো সহযোগিতার সম্ভাবনা রয়েছে।

 

২০২৩ সালে চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলার প্রধান অতিথি দেশ হিসেবে চলতি বছরে ব্রিটেন গত চার বছরের বৃহত্তম প্রতিনিধি দল পাঠিয়েছে। তাতে উদ্ভাবন, ক্রীড়া, শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, চিকিত্সা এবং ব্যাংকিং সেবাসহ নানা খাতে ব্রিটিশ ব্যান্ডের প্রতিষ্ঠা রয়েছে।

দ্য কনান ডয়েল এসটেট ‘শার্লক হোমস’ শীর্ষক ধারাবাহিক গ্রন্থের কপিরাইট ব্যবস্থাপনা করা হয়েছে। সংস্থাটি গত বছর আনুষ্ঠানিকভাবে চীনা বাজার প্রবেশ করে। গত বছরে পরিষেবা বাণিজ্য চলাকালে অনুষ্ঠিত চীন-ব্রিটেন আইপি সহযোগিতা ফোরামে সংস্থাটি চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতাচুক্তি স্বাক্ষর করে। এবারের মেলার প্রসঙ্গে সংস্থাটির প্রতিনিধি লি ছেন ইয়ু বলেছেন,

(রেকডিং )

“চীনা দর্শকরা সাসপেন্স থিম খুব পছন্দ করেন। তাই আমরা আশা করি, চীনের পেশাদার ও উদ্ভাবনীমূলক চলচ্চিত্র ও টেলিভিশন নাট্যদলের সঙ্গে সহযোগিতা করা হবে এবং ‘শার্লক হোমস’র গল্পগুলো অভিযোজন করা হবে। যাতে চীনা দর্শকের উপযোগী করে গোয়েন্দা কাহিনী তৈরি করা যায়। তাই আমরা বিভিন্ন সহযোগীর সঙ্গে আলাপ-আলোচনা করে আনন্দিত।  ‘শার্লক হোমসের’ গল্প সংক্রান্ত চলচ্চিত্র তৈরি হচ্ছে। একে চীনে নিয়ে আসার চেষ্টা করছি আমরা”।

 

ব্রিটেনের ক্রীড়া বিনোদন কোম্পানি টপ-গল্ফ পরিষেবা মেলার পুরানো বন্ধু। গতবারের মেলায় কোম্পানিটি ঘোষণা করেছিল যে, বিশ্বজুড়ে কোম্পানিটির সবচেয়ে বৃহত্ ক্রীড়া বিনোদন কেন্দ্র ২০২৩ সালের এপ্রিলে ছেং তুতে উদ্বোধন করা হয়েছে। কোম্পানির চীনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোলাস চাপিন বলেন, গতবারের বাণিজ্যমেলার মাধ্যমে তাদের কোম্পানি অনেক সহযোগী অংশীদার খুঁজে পেয়েছিল। বেশ কিছু প্রকল্প চলতি বছর উদ্বোধন হচ্ছে ও হবে। চলতি বছরের মেলায় আরও বেশি সাফল্য প্রত্যাশা করেন তিনি।

চাপিন বলেন,

‘আমরা আশা করি, চীনা বাজারে অব্যাহতভাবে আমাদের ক্রীড়া-বিনোদনমূলক পণ্য প্রচার করবো। বিশেষ করে, চীনে আরও বেশি ক্রীড়া-বিনোদন কেন্দ্র চালু করতে চাই। যাতে আমাদের ব্র্যান্ড ও পরিষেবা বিশাল চীনা বাজারে আসতে পারে।

 

ব্রিটেনের ভিআর ক্রীড়া প্রশিক্ষণ ও ডেটা বিশ্লেষণ কোম্পানি রেজিল প্রথমবারের মতো পরিষেবা বাণিজ্যমেলায় যোগ দিচ্ছে। এ কোম্পানিটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। কোম্পানিটি ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ফুটবল ক্রীড়াবিদদের জন্য ভিআর প্রশিক্ষণের প্রস্তাব উত্থাপন করেছে। এবারের মেলায় ব্রিটেনের জাতীয় প্যাভিলিয়নে দর্শকরা কোম্পানিটির ভিআর ক্রীড়া গেমসের অভিজ্ঞতা লাভ করেছে।

 

রেজিল কোম্পানির বাণিজ্যিক প্রতিনিধি তাউনতে ক্রাউফোর্ড বলেন, রেজিল চীন আন্তর্জাতিক পরিষেবা বাণিজ্যমেলার মাধ্যমে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা এবং সহযোগী অংশীদার খুঁজতে চায়।