মোস্তাফিজুর রহমানের সাক্ষাত্কার
2023-09-01 10:33:19

 

আজকের বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন মোস্তাফিজুর রহমানের। চীনা সরকারি বৃত্তি নিয়ে (Tsinghua University) সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন শিল্প প্রকৌশলে(IE)। তিনি ২০১৮ সালে বৃত্তি  নিয়ে চায়না ইউনিভার্সিটি অব মাইনিং এন্ড টেকনোলজিতে স্নাতক করতে চীনে আসেন। ২০২২  সালে যন্ত্র প্রকৌশল বিভাগ হতে কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। ২০২০ ও ২০২১ সালে পরপর দুই বার চিয়াংসু প্রভিন্সের শিক্ষা মন্ত্রণালয় থেকে ‘অসামান্য  ছাত্র’ খেতাব পান। তিনি ২০২০ সালে স্কুলের আন্ত:বিভাগীয়  মেকানিকাল ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করেন।

 

মুস্তাফিজুরের  চীনা ভাষা ও সংস্কৃতির গভীর অনুরাগ রয়েছে। অবসর সময়ে ঘুরে বেড়িয়েছেন চীনের নানা জায়গায়। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।