লিউ হুয়ান
2023-08-31 14:59:34

লিউ হুয়ান ১৯৬৩ সালের ২৬ আগস্ট চীনের থিয়ানচিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের পপসঙ্গীত মহলের একজন গায়িকা, সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিক্ষাবিদ।

 

১৯৮১ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় লিউ হুয়ান সঙ্গীতের প্রতি অনুরক্ত হন। প্রথম দিকে তার পরিচয় ঘটে ক্লাসিক্যাল সঙ্গীতের সঙ্গে। কারণ সে সময় পপ সঙ্গীত তেমন প্রচলিত ছিল না। ১৯৮৩ সালের পর পপ সঙ্গীতের সঙ্গে তার যোগাযোগ শুরু হয় এবং নিজেই গান সৃষ্টি শুরু করেন। ১৯৮৭ সালে তিনি টিভি নাটকের জন্য থিম সং ‘হৃদয়ে সূর্য’ গাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন।

আশির দশকে টিভি নাটকে গান গাওয়ার জন্য পপ গায়কদের কদর খুব কম ছিল। কিন্তু পরীক্ষামূলক গান গাওয়ার পর লিউ হুয়ান ‘সাদা পোশাকের পুলিশ’ নামের টিভি নাটকে থিম সং ‘উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তরুণদের কোনো চিন্তা নেই’ রেকর্ড করেন। ১৯৮৮ সালে তিনি একটি ক্যাসেট অ্যালবাম প্রকাশ করেন। এতে তিনি তখনকার কয়েকজন বিখ্যাত গায়কের গান অন্তর্ভূক্ত করেন। বন্ধুরা, ‘সাদা পোশাকের পুলিশ’ টিভি নাটকটি তখন খুবই জনপ্রিয় ছিল। এমই রকম জনপ্রিয়তা পায় লিউ হুয়ানের গাওয়া থিম সং ‘উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তরুণদের কোনো চিন্তা নেই’ গানটিও। 

 

১৯৮৯ সালে বিখ্যাত গীতিকার লি হাইইং শহুরে লোকসঙ্গীত ‘আঁকাবাঁকা চাঁদ’ লেখেন এবং তাতে সুর দেন। কয়েকজন কণ্ঠশিল্পী গানটি গাইতে ব্যর্থ হবার পর তিনি লিউ হুয়ানকে আমন্ত্রণ জানান। একই বছরের এপ্রিলে গানটি প্রকাশিত হয় এবং সারা চীনে জনপ্রিয় হয়ে উঠে। গানের সুন্দর সুর এবং সমৃদ্ধ অর্থ মানুষের গৃহকাতরতা প্রকাশ করে। গানটিকে চীনের পপসঙ্গীত মহল হংকং ও তাইওয়ান কভার সংস্করণ এবং উত্তর-পশ্চিম স্টাইলের পর শান্ত ও অন্তর্মুখী সময়ের প্রতিনিধিত্বমূলক শিল্পকর্ম হিসাবে বিবেচনা করে। 

একাদশ এশীয় গেমস ১৯৯০ সালের ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এটি ছিল চীনে প্রথমবারের মতো বহুমুখী আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার ৩৭টি সদস্য দেশ ও অঞ্চলের ৬ হাজার ৫৭৮জন ক্রীড়াবিদ এতে অংশ নেন। লিউ হুয়ান ও অন্য একজন নারী কণ্ঠশিল্পী ওয়েওয়ে গেমসের থিম সং ‘এশিয়ার আধিপত্য’ গান। বন্ধুরা, এখন অবশ্যই আমি আপনাদেরকে গানটি শোনাবো। একই সঙ্গে শোনাবো লিউ হুয়ান ও তার ব্রিটিশ সহশিল্পী সারাহ ব্রাইটম্যানের দ্বৈতকণ্ঠে গাওয়া ‘আমি আর তুমি’ গানটি। এটি ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসের থিম সং। 

 

১৯৯৭ সালে চীনে রাষ্ট্রায়ত্ত্ব শিল্পপ্রতিষ্ঠানের সংস্কার শুরু হয়। এমন প্রতিষ্ঠানে কাজ করা আর নিরাপদ থাকে না। বহু শ্রমিক ছাঁটাই হয়। তাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনে আবার কর্মসংস্থানে উত্সাহ দেওয়ার জন্য সিসিটিভি ‘ছাঁটাই করার পর পুনরায় কর্মসংস্থান’ শীর্ষক একটি জনকল্যাণমূলক বিজ্ঞাপন নির্মাণ করে। ‘আবার শুরু করুন’ শীর্ষক গানটি বিজ্ঞাপনের থিমে প্রচারিত জনকল্যাণমূলক গান। এতে কণ্ঠ দেন লিউ হুয়ান।

 

(প্রেমা/রহমান)