চীনা গায়িকা শুয়েই খাই ছি
2023-08-31 10:00:22

 

আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়ক ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম শুয়েই খাই ছি। তিনি তার মিষ্টি কণ্ঠ ও চেহারার জন্য পরিচিত, তবে তার শুধু সৌন্দর্য আছে- তাই নয়, বরং হংকংয়ের সবচেয়ে প্রভাবশালী সংগীত ও চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন শুয়েই খাই ছি’র একটি সুন্দর গান ‘Better Me’।গান ১

 

শুয়েই খাই ছি ১৯৮১ সালে হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি গান গাইতে খুব পছন্দ করতেন। মেয়ের সংগীত প্রতিভা জানলেও  তার বাবা মা তার সংগীতের স্বপ্নে বেশি সমর্থন দেননি। ২০০৩ সাল পর্যন্ত শুয়েই খাই ছি তার বাবা-মাকে না বলে একটি সংগীত কোম্পানিতে অডিশন দেন এবং সফল হন। পরে তিনি বিখ্যাত ওয়ার্নার মিউজিকে যোগ দিয়ে তার সংগীত জীবন শুরু করেন।গান ২

 

২০০৪ সালে শুয়েই খাই ছি তার প্রথম অ্যালবাম ‘F’ প্রকাশ করেন। একজন নতুন গায়িকা হিসেবে তার গানগুলো অপ্রত্যাশিত জনপ্রিয় হয়ে ওঠে, তার মিষ্টি কণ্ঠ ও চেহারাও অনেক মানুষের মন জয় করে। অ্যালবামের গান ‘লিভেসের চিঠি’ প্রকাশের পরপরই তখনকার অনেক সংগীত তালিকায় প্রথমস্থান দখল করে। এই গান সেই বছরে হংকংয়ের প্রায় সব সংগীত পুরস্কার পায়। এই গানের মাধ্যমে শুয়েই খাই ছিও সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। বন্ধুরা, এখন শুনুন শুয়েই খাই ছি’র গাওয়া সুন্দর গান ‘লিভেসের চিঠি’।গান ৩

 

গানগুলো জনপ্রিয় হওয়ার পর ২০০৫ সালে শুয়েই খাই ছি চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। তার প্রথম অ্যালবামের মত শুয়েই খাই ছি’র প্রথম চলচ্চিত্রও সাফল্য অর্জন করে। তিনি সেই চলচ্চিত্রের জন্য বার্ষিক শ্রেষ্ঠ নতুন অভিনেত্রীর পুরস্কার পান। একই বছর শুয়েই খাই ছি তার দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামে তিনি নারীর দৃষ্টিকোণ থেকে প্রেম, সমাজ ও জীবনের সাধারণ দিকগুলো তুলে ধরেন। পুরো অ্যালবাম পপ ও ব্যালাড সংগীতশৈলী ব্যবহার করা হয়, যা তখনকার হংকংয়ের সংগীত মহলে বিশেষ ‘মেয়ের প্রেমের গানের’ প্রবণতা সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে শুয়েই খাই ছি’র একটি সুন্দর গান ‘তোমার মত ছেলে’।গান ৪

 

বন্ধুরা, এবার আমরা শুনবো শুয়েই খাই ছি’র একটি জনপ্রিয় গান ‘সু চৌ হ্য’। গানটি ২০০৯ সালে প্রকাশিত হয় এবং সেই বছরের ‘গোল্ডেন সুর অ্যাওয়ার্ড’ জয় করে। ‘সু চৌ হ্য’ এই গানে একটি দুঃখের প্রেমের গল্প বলা হয়, সু চৌ নদীতে দু’জন দেখা করেছে এবং প্রেমে পড়েছে, তবে ভাগ্যের উত্থান-পতন অবশেষে তাদের আলাদা করে দেয়, ঠিক যেন নদীতে ছোট নৌকা ঢেউয়ের সঙ্গে সঙ্গে দূরে ভেসে যায়। শুয়েই খাই ছি’র কোমল কণ্ঠে গানটি বেশ মনোমুগ্ধকর শোনায়। বন্ধুরা, এখন শুয়েই খাই ছি’র এই সুন্দর গান ‘সু ছো হ্য’ শুনুন।গান ৫

 

একজন নারী হিসেবে শুয়েই খাই ছি’র নারীদের জন্য অনেক গান গেয়েছেন, যেমন তার গান ‘কুমড়ো’। প্রতিটি মেয়ে ছোটবেলায় রূপকথার গল্প শুনেছে এবং নিজেকে রাজকুমারী হিসেবে কল্পনা করেছে। প্রত্যেকের মনে এক সুন্দরী ও চমত্কার নারীর স্বপ্ন আছে। তবে কল্পনা কোনো সাহায্য করে না, শুধু নিজের চেষ্টার মাধ্যমে একজন চমত্কার মানুষ হওয়া যায়। এটাই এই গানের প্রধান বিষয়। বন্ধুরা, এখন শুনুন শুয়েই খাই ছি’র সুন্দর গান ‘কুমড়ো’।গান ৬

 

আত্মপ্রকাশের পর অনেক বছর পার হলেও শুয়েই খাই ছি’র সংগীতের আন্তরিকতা, সত্যতা ও উত্সাহ এখনও পরিবর্তন হয়নি, তার গানগুলোও এখনও জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে লিন ইয়ো চিয়া ও অন্য একজন জনপ্রিয় গায়কের সঙ্গে গাওয়া একটি সুন্দর গান ‘স্মৃতি কপি করা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।