‘গানের কথায় সে’
2023-08-29 13:18:05

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং ইয়া লি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হুয়াং ইয়া লি, ১৯৮৯ সালের ২২ মার্চ চীনের হু নান প্রদেশের ছাং সা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল  ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একইসঙ্গে একজন অভিনেত্রীও বটে।

২০০৫ সালে হুয়াং ইয়া লি চীনের হু নান প্রদেশের হুনান টেলিভিশনের উদ্যোগে আয়োজিত ‘২০০৫ সালের সুপার গোল’ নামে নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের ষষ্ঠ পুরস্কার লাভ করেন, এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দিয়েছেন।

২০০৬ সালে হুয়াং ইয়া লি’র প্রথম সংগীত অ্যালবাম ‘চাই চাই’ প্রকাশিত হয়, তা বিক্রি হয় ২  লাখেরও বেশি কপি। আর এই অ্যালবাম দিয়ে হুয়াং ইয়া লি সেই বছরের বিশ্বে চীনা ভাষা সংগীত তালিকায় সবচেয়ে জনপ্রিয় নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার পান। ২০০৯ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘ইয়া লি, ভয় পেও না’ রিলিজ হয়।

বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইয়া লি’র কণ্ঠে ‘গানের কথায় সে’। গানের কথাগুলো এমন: একটি কফি, অনেক চিনি লাগে, আর ঠান্ডা হতে হয়। ঠিক তার মতই। তুমি ম্যাসেজ রেখেছো, সে কি দেখতে পাবে? নাকি ভুলে গেছে। আমি কি কেয়ার করি? মাথায় শুধুই তার চেহারা। আমি মিষ্টি প্রেমের গান গাইতে চাই না। আমার এক বছরের ৩৬৫ দিনে অনেক গান গাইতে হয়। তবে সবসময় গানের কথায় তার কথা ভাবি। আমাকে উষ্ণতা দিতে পারে। আমাকে প্রেমের চেহারা দেখায়।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন শুনুন হুয়াং ইয়া লি’র কণ্ঠে ‘আমার আলো’। গানের কথায় বলা হয়, এই বিশ্ব কল্পনার মতো উজ্জ্বল নয়। তবে আমি সবসময় অনেক শক্তি পাই। এমন সময় বাছাই করেছি, কখনই অনুতাপ করি নি। আমি নিজেকে পাখা দিয়েছি। আমি উড়তে চাই, আমি আলো চাই, কঠিনতার মধ্যে আমাকে শক্তি দেয়। একাই সব লড়াই করতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন হুয়াং ইয়া লি’র গান ‘তোমার হাসি চাই’। গানের কথাগুলো এমন: তোমার হাসি, কত সুন্দর, এমন দৃশ্য আমার মনে ঘোরে। তোমাকে জানাতে চাই, আমি খুঁজছি, দেখার সুন্দর মুহূর্ত। কল্পনা করছি, তুমি পরের সেকেন্ডে আসবে। সবসময় তোমার মিষ্টি হাসি মনে করি, ভালোবাসা আস্তে আস্তে আমার হৃদয় দখল করে।

আচ্ছা, শুনুন গানটি।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হুয়াং ইয়া লি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)