‘শহরের কেন্দ্রস্থল চন্দ্রপ্রভা’
2023-08-29 10:32:45

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু মেই জিংয়ের কন্ঠে গান। ১৯৭৪ সালে সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন স্যু মেই জিং এবং ১৯৯২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শিল্পী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৪ সালে তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম প্রকাশিত হয়। এখন শুনব তাঁর কন্ঠে সবচেয়ে বিখ্যাত একটি গান। গানের নাম 'শহরের কেন্দ্রস্থল চন্দ্রপ্রভা'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু মেই জিংয়ের কন্ঠে ‘শহরের কেন্দ্রস্থল চন্দ্রপ্রভা’ শীর্ষক গান। ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত স্যু মেই জুংয়ের সুবর্ণ সময়, কারণ তার জনপ্রিয় গানগুলোর অধিকাংশই এ তিন বছরে বের হয়। যদিও অনেক বিখ্যাত সংগীত পরিচালক ও সুরকার তার প্রতিভা দেখে তার সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন, তবে সিঙ্গাপুরের সুরকার চেন চিয়া মিংয়ের সঙ্গে কাজ করার জন্য সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন স্যু মেই জিং। পরে তিনি চেন চিয়া মিংয়ের সঙ্গে কাজ করে পেশাদার শিল্পী হিসেবে সাফল্য অর্জন করেন। এখন তার যে গান আমরা শুনব তার নাম 'দুঃখিত'। এ গানের কথা ও সুর চেন চিয়া মিংয়ের। চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু মেই জিংয়ের কন্ঠে ‘দুঃখিত’ শীর্ষক গান। স্যু মেই জিংয়ের কণ্ঠ নরম ও গানে দুঃখের অনুভব স্পষ্ট। কেউ কেউ মনে করেন স্যু মেই জিংয়ের সব গানই ব্যর্থ প্রেমের গান। এখন আমরা যে গানটি উপভোগ করব সে গানের কথাগুলো মোটামুটি এমন: ধুসর ভারী রাত ঠিক নিঃসঙ্গ জগত/ তোমার ভালবাসা আবছা হয়ে গেছে/ তবে তোমার দুঃখ স্পষ্ট/ আমরা এ রাতের শহরে ঘুরে বেড়াই।

 চলুন, আমরা গানটি শুনবো।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু মেই জিংয়ের কন্ঠে ‘নিশাচর মানুষ’ শীর্ষক গান। নারীদের জন্য স্যু মেই জিং অনেক গান গেয়েছেন। তিনি সংবেদনশীল একজন মানুষ। প্রেমের প্রতি তার মনোভব নেতিবাচক। এখনও তিনি বিয়ে করেননি। ভালোবাসার পথে তিনি এক অচল পথিক যেন। বিষন্নতার কারণে ২০০০ সালে তিনি সংগীত জগত থেকে দূরেও সরে যান। এখন আমরা শুনব তাঁর কন্ঠে 'সিঙ্গল' শীর্ষক গান। গানটি ক্যানটোনীজ ভাষার। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী স্যু মেই জিংয়ের কন্ঠে ‘সিঙ্গল’ শীর্ষক গান। হয়ত তাঁর গানগুলো তার জীবনের কথাই বলে। যে গান আমরা এখন শুনব তার নাম 'বেজোড় সংখ্যা' । গানের কথা এমন: আমি চিরকালের সুখ কামনা করি না/ কিন্ত মনের অজান্তে সুখের অন্বেষণ করি/ অবশেষে সব সুখ দুঃখে পরিণত হয়।

চলুন, আমরা গানটি শুনবো।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)