‘আমি মিস করি’
2023-08-29 10:31:00

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিঙ্গাপুরে চীনা প্রবাসী নারী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘আমি মিস করি’ শীর্ষক গান।  প্রথমে আজকে তাঁর গান শুনবো। এখন যে গান আপনারা শুনছেন তার নাম 'আঁধার'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘আঁধার’ শীর্ষক গান। বন্ধুরা, চীনা ভাষায় কেবল চীনে বসবাসকারী চীনা কণ্ঠশিল্পীরাই গান করেন, তা কিন্তু নয়; চীনের বাইরে বাস করেন এমন অনেক কণ্ঠশিল্পীও চীনা ভাষায় নিয়মিত গান করেন। আসলে তারা প্রবাসী চীনা। দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক দেশেই চীনারা স্থায়ীভাবে বসবাস করেন। কিন্তু অন্য দেশের নাগরিক হলেও, তাদের মাতৃভাষা চীনা। তাই তারা চীনা ভাষায় গান করেন। এমন হয়েছে যে, আমি যে শিল্পীর গান পছন্দ করি, হঠাত একদিন আবিস্কার করলাম যে, তিনি আসলে চীনের নাগরিক নন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বোঝার শুরু’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘বোঝার শুরু’ শীর্ষক গান। সুন ইয়ান জি আন্তরিক ও রসিক নারী। তিনি খাটো ও পাতলা এবং সবসময় মাথার চুল ছোটো করে ছাঁটেন। সুন ইয়ান জি সিঙ্গাপুরের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন এবং ৫ বছর বয়স থেকে পিয়ানো শিখছেন। ২০০০ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবাম তাইওয়ানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। একজন নতুন গায়িকা হিসেবে তাঁর সাফল্য সবার মনে গভীর ছাপ ফেলেছে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ব্যাকলাইট’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘ব্যাকলাইট’ শীর্ষক গান। এখন যে গানটি আপনারা শুনছেন তার নাম 'দৌড়ানো' এবং গানের নাম থেকে আমরা জানি যে এ হল একটি দ্রুতলয়ের গান। সুন ইয়ান জি যে গান তাঁর নিজের মতো করে গাইতে পারেন। তিনি নিজেও গান লিখেছেন এবং তাঁর প্রতিটি অ্যালবাম প্রশংসিত হয়েছে। তিনি তাঁর অনুরাগী ছাড়া সংগীতের বিশেষজ্ঞদের স্বীকৃতিও পেয়েছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দেখা হয়’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী সুন ইয়ান জি’র কন্ঠে ‘দেখা হয়’ শীর্ষক গান। একজন কন্ঠশিল্পী হিসেবে তিনি প্রায় সব ধরণের পুরস্কার জিতেছেন। যদি কেউ বলে যে, সুন ইয়ান চি চীনে সবচেয়ে বিখ্যাত বিদেশী কন্ঠশিল্পী, আমি নিশ্চয়ই বলব 'সন্দেহ নেই'। আচ্ছা, এখন শুনবেন একটি গান, গানের নাম 'প্রথম দিন'।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)