পঞ্চদশ ব্রিকস শীর্ষসম্মেলন: একটি টেকসই ভবিষ্যতের লক্ষ্যে
2023-08-28 14:46:12

২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পঞ্চদশ ব্রিকস শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের থিম ছিল "ব্রিকস ও আফ্রিকা: পারস্পরিক অর্থনৈতিক বৃদ্ধি, টেকসই উন্নয়ন, ও অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার জন্য অংশীদারিত্ব"। ব্রিকসের বাইরের ৩০টিরও বেশি দেশের নেতৃবৃন্দকেও এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়।

ব্রিকস দেশগুলো দীর্ঘকাল ধরে উন্মুক্ততা, অন্তর্ভুক্তি এবং জয়-জয় সহযোগিতার ‘ব্রিকস চেতনা’ অনুসরণ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে, গ্রুপটি অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর ভিত্তি করে একটি মডেল প্রতিষ্ঠা করেছে এবং রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তির মতো অনেক ক্ষেত্রে সফল হয়েছে। ব্রিকস টেকসই ভবিষ্যতের জন্য কমিউনিটির ক্ষমতাকে শক্তিশালী করেছে।

ব্রিকসের একটি লক্ষ্য, বহুপাক্ষিকতা মেনে চলা ও বিশ্বশাসনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। বর্তমানে, অর্থনৈতিক বিশ্বায়ন প্রতিরোধ, সংরক্ষণবাদ ও একতরফাবাদের মুখোমুখি হচ্ছে বিশ্ব। বৈশ্বিক শাসনব্যবস্থায় অংশ নেওয়ার জন্য পশ্চিমা শক্তিগুলোর ইচ্ছাও ক্রমশ কমছে। বিপরীতে, ব্রিকস দেশগুলো বিশ্বশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তাদের সক্ষমতা প্রদর্শন করছে। ব্রিকস দেশগুলোর প্রভাবে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং কন্টিনজেন্সি রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট, বিদ্যমান আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার উন্নতি করেছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাঙ্কে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বরকে আরও উন্নত করেছে। ব্রিকস টিকা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, ব্রিকস কৃষি গবেষণা প্ল্যাটফর্ম এবং ব্রিকস ডিজিটাল পাবলিক গুডস প্ল্যাটফর্মের মতো সহযোগিতার প্রক্রিয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সহযোগিতার প্ল্যাটফর্ম দিয়েছে।

ব্রিকস উন্নয়নশীল দেশগুলোকে এক মঞ্চে আনতে এবং আরও সম্প্রসারিত হতে চায়। উদীয়মান দেশগুলোর একত্রিত ও শক্তিশালী হবার জন্য একটি সহযোগিতার প্ল্যাটফর্ম হিসাবে, ব্রিকস বৈশ্বিক শাসনে অংশগ্রহণে আগ্রহী উদীয়মান দেশগুলোকে আকর্ষণ করে আসছে। ২০১৭ সালে সিয়ামেন শীর্ষসম্মেলন ‘ব্রিকস+’-এর উদ্ভাবনী ধারণাকে সামনে রাখে, যা আরও উন্নয়নশীল দেশ, এমনকি অনুন্নত দেশগুলোকে ব্রিকস প্রক্রিয়ার মাধ্যমে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দেয়। ২০২১ সালে নতুন উন্নয়ন ব্যাংক বাংলাদেশ, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করে। এই ‘ব্রিকস+’ রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল বহুপাক্ষিকতার প্রভাবকে প্রসারিত করে এবং বৈশ্বিক শাসনব্যবস্থার জন্য একটি অনন্য প্ল্যাটফর্মের যোগান দেয়। ব্রিকস নেতৃবৃন্দের সম্মেলনে ব্রিকস দেশগুলো আরও সম্প্রসারণের জন্য নির্দেশক নীতি, মান ও পদ্ধতি ঠিক করে।

ব্রিকস একটি সবুজ অর্থনীতি গড়ে তুলতে এবং টেকসই আর্থিক উন্নয়নকে উত্সাহিত করতে চায়। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের দেশগুলোর হাত মেলানোর প্রেক্ষাপটে, টেকসই উন্নয়নের জন্য বিশ্বব্যাপী ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিভিন্ন খাতে টেকসই অর্থায়নকে একটি উন্নয়নকৌশল হিসেবে বোঝে এবং "পরিবেশগত ও সামাজিক কাঠামো" এবং "টেকসই অর্থায়ন নীতি কাঠামো"-তে সবুজ বিনিয়োগ ও অর্থায়ন নীতি প্রণয়ন করেছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নতুন উন্নয়ন ব্যাংকের প্রায় দুই-তৃতীয়াংশ বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, স্মার্ট শহর এবং স্যানিটেশন খাতে ব্যবহৃত হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নতুন উন্নয়ন ব্যাংকের সামগ্রিক কৌশলে, তহবিলের ৪০ শতাংশ বৈশ্বিক উষ্ণায়ন প্রক্রিয়ার গতি ধীর করতে ব্যবহার করা হবে। (জিনিয়া/আলিম)