হাং কাই ব্যান্ড
2023-08-24 10:00:05


আপনি কি একটি কথা শুনেছেন? ‘What is national is universal.’ আজকের অনুষ্ঠানে যে চীনা ব্যান্ড-দলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তা এই কথার প্রমাণ, তাদের নাম হাং কাই। ব্যান্ডের সব সদস্য মঙ্গোলিয়ান জাতির মানুষ। রক সংগীতের মাধ্যমে মঙ্গোলিয়ান সংগীত ও সংস্কৃতি তুলে ধরা তাদের বৈশিষ্ট্য। এখন পর্যন্ত তারা বিশ্বের ৬০টিরও বেশি দেশে ৫০০টিও বেশি কনসার্ট আয়োজন করেছে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি চীনা ব্যান্ড হাং কাই। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তাদের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন হাং কাই’র একটি সুন্দর গান ‘চারটি ঋতু’।গান ১

 

মঙ্গোলিয়ার ভাষায় ‘হাং কাই’ মানে নীল আকাশ, সাদা মেঘ, সবুজ তৃণভূমি ও পরিষ্কার নদীর জগত। তারা এই নাম বাছাই করেছে, কারণ, প্রতিষ্ঠাতা জাতিগত সংগীতের মাধ্যমে হাং কাই’র মত একটি সুন্দর সংগীত জগত প্রতিষ্ঠা করতে চায়। এই ধারণা নিয়ে ২০০৪ সালে ৭জন মঙ্গোলিয়ান মানুষ হাং কাই ব্যান্ড প্রতিষ্ঠা করেন। শুরুতে এই ব্যান্ড অন্যান্য ব্যান্ডের তুলনায় খুব আলাদা। তারা শুধু রক গান বা মঙ্গোলিয়ান গানই গায় না, বরং ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান সংগীত ও আধুনিক সংগীতশৈলীর মিশ্রণ করেছে, যা তাদের গানের বিশেষ আকর্ষণ। বন্ধুরা, এখন শুনুন হাং কাই’র রচিত ও গাওয়া একটি সুন্দর গান ‘হাং কাই’।গান ২

 

শুরুতে হাং কাই প্রধানত চীনে পারফর্ম করতেন। ২০০৫ সালে একটি অপ্রত্যাশিত সুযোগে তারা সুইডিশ সংগীত ফেস্টিভালে পারফরম্যান্সের সুযোগ পায়। সংগীত ফেস্টিভালে তাদের বৈশিষ্ট্যময় জাতিগত রক গান অনেক দর্শকের নজর কাড়ে। কেউ কেউ তাদের পারফরম্যান্স ভিডিও ইউটিউবে পোস্ট করে, এই অজানা চীনা রক ব্যান্ড দ্রুত অনেক রক অনুরাগীর পছন্দ হয়। ২০০৭ সালে হাং কাই তাদের প্রথম অ্যালবাম ‘হাং কাই’ প্রকাশ করেন। এই অ্যালবামের মাধ্যমে আরো বেশি মানুষ হাং কাই সম্পর্কে জানতে পারেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে তাদের নতুন করে গাওয়া একটি জনপ্রিয় মঙ্গোলীয় লোকগান ‘ভাই’।গান ৩

 

হাং কাই ব্যান্ডের গানে শোনা যায় বৈচিত্র্যময় সংগীতের উপাদান, যেমন মঙ্গোলিয়ান জাতির বিশেষ গান গাওয়ার উপায় ‘হুমাই’, ‘morin khuur’সহ অনেক ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং ইলেকট্রনিক গিটার, বেসসহ অনেক পাশ্চাত্য বাদ্যযন্ত্র। তাদের গানের প্রধান বিষয় সাধারণত ঐতিহ্যবাহী মঙ্গোলিয়ান সংস্কৃতির সঙ্গে জড়িত, তবে পারফরম্যান্সের ফর্ম আধুনিক। বন্ধুরা, পরের যে গান আমরা শুনবো এর নাম ‘লুন হুই বা Samsara’, যা হাং কাই ব্যান্ডের প্রতিনিধিত্বকারী একটি গান। গানে সুন্দরভাবে মঙ্গোলিয়ান সংস্কৃতিতে ‘মানব ও প্রকৃতি সুষম থাকার’ ধারণা প্রকাশিত হয়েছে, এতে যেন পৃথিবীতে প্রকৃতি ও সময়ের পরিবর্তন শোনা যায়। তারা আশা করে গানের মাধ্যমে প্রকৃতি ও প্রাণীর প্রতি মানুষের সম্মান জাগাতে পারে। বন্ধুরা, এখন হাং কাই’র গান ‘লুন হুই’ শুনুন।গান ৪

 

২০১৫ সালে হাং কাই ব্যান্ডের চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘আমার গান গাই’তে অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। চমত্কার পারফরম্যান্সের জন্য আরো বেশি মানুষ তাদের গান পছন্দ করেছে এবং মঙ্গোলিয়ান সংগীত ও সংস্কৃতি আরো বেশি জানতে পেয়েছে। শুধু চীনে নয়, বিদেশেও খুব জনপ্রিয় হাং কাই। ডেনমার্কের ‘রোসকিল্ড’ মিউজিক ফেস্টিভাল, বিশ্বের বৃহত্তম রক ফেস্টিভাল, যুক্তরাষ্ট্রের ‘বোনারু’ মিউজিক ফেস্টিভালসহ অনেক শীর্ষ-পর্যায়ের সংগীত উত্সবের আমন্ত্রণ পেয়েছেন তারা। তাদের সংগীত ‘What is national is universal’ এই বাক্যের শ্রেষ্ঠ ব্যাখ্যা। বন্ধুরা, এখন শুনুন হাং কাই ব্যান্ডের একটি সুন্দর গান ‘উদীয়মান সূর্য’।গান ৫

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে হাং কাই ব্যান্ডের একটি সুন্দর গান ‘সুন্দর মঙ্গোলিয়ান ঘোড়া’ শুনবো। ঘোড়া মঙ্গোলীয় সংগীতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গানে আপনারা শুনবেন তারা বাদ্যযন্ত্র দিয়ে ঘোড়া দৌড়ানোর শব্দ, সুর ও ছন্দ দিয়ে তৃণভূমিতে মুক্তঘোড়ায় চড়ার আনন্দের দৃশ্য প্রকাশ করে। বন্ধুরা এখন গানটি শুনুন, আশা করি আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৬

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।