পাখির খাঁচা শিল্পী ছেন ল্য ছাই
2023-08-24 10:00:21

ছেন ল্য ছাইয়ের বয়স এখন ৮১ বছর। মাত্র ১৩ বছর বয়সে তিনি চাচার কাছে পাখির খাঁচা তৈরি শিখতে শুরু করেন।

পাখির খাঁচা তৈরিকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার কথা স্মরণ করে ছেন ল্য ছাই বলেন, “যখন ছেলেবেলায় পড়াশোনা করতাম, আমি হস্তশিল্প তৈরি করতে পছন্দ করতাম। পাখির খাঁচাও অন্যতম শৈল্পিক হস্তশিল্প।”

গত শতাব্দীর পঞ্চাশের দশকে হংকংয়ে খাঁচায় পাখি পালনের ধারা তেমন জনপ্রিয় ছিল না এবং পাখির খাঁচা তৈরি শেখা আরও কম জনপ্রিয় ছিলো। বেশি সংখ্যক মানুষ তখন চুল কাটা ও আসবাব তৈরির মতো কারুশিল্প বেছে নিতেন।

ছেন ল্য ছাই বলেন, “তখন অল্পবয়সী হলেও সূক্ষ্মভাবে বানানো পাখির খাঁচাটি যখন উপরে ঝুলতে দেখি, তখন আমার মনে একটা চিন্তা ভেসে ওঠে। সেটি হলো পাখির খাঁচা বানানোর মাস্টার যখন অবসরে যাবেন, তখন কী হবে? এই কারুকাজের উত্তরাধিকারী কে হবে? এই চিন্তা থেকেই আমি পাখির খাঁচা তৈরি শেখা বেছে নিয়েছিলাম।”

পাখির খাঁচা হলো বাঁশ, ছুরি, বার্নিশ ও ‘এক জোড়া হাতের’ উপর নির্ভর করে বাঁশ ও কাঠের কাজের সংমিশ্রণ।

একটি সাধারণ পাখির খাঁচা তৈরি করতে বাঁশের অন্তত ৪৮টি চটা ব্যবহার করতে হয় এবং অভিন্নতা ও ভারসাম্য অর্জনের জন্য প্রতিটি বাঁশের চটা সাবধানে তৈরি করতে হয়। অবশেষে বাঁশকে কেরোসিনের বাতি দিয়ে গরম করে খাঁচা তৈরির উপযোগী রেডিয়ান তৈরি করতে হয় এবং তারপর পাখির খাঁচার নীচের ছোট গর্তগুলোর মধ্য দিয়ে এগুলো একে একে চলে যায়। খাঁচার নীচের প্যাটার্ন ও খাঁচার পায়া একজন পেশাদার মাস্টার দিয়ে খোদাই করার প্রয়োজন হয়। তাই একটি ভাল, শক্ত ও স্বচ্ছ পাখির খাঁচা সম্পূর্ণ করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগে।

ছেন ল্য ছাই নিজের প্রিয় পাখির জন্য খাঁচা তৈরি করতে প্রায় দুই বছর ব্যয় করেছিলেন। তিনি যখন এই পাখির খাঁচাটির কথা উল্লেখ করছিলেন, তখন তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। এটি তার প্রিয় শিল্পকর্মগুলোর মধ্যে অন্যতম বলে তিনি মনে করেন। ছেন ল্য ছাই বলেন, “সাধারণ পাখির খাঁচায় কেবল একটি স্তর থাকে। তবে পাখির লাফ দেওয়ার অভ্যাস বিবেচনায় নিয়ে, তাকে বাস করার আরও বিশাল জায়গা দেওয়ার জন্য একটি ‘ছোট অ্যাটিক’ ডিজাইন করে তৈরি করেছিলাম।”

সাম্প্রতিক বছরগুলোতে পাখির খাঁচার শিল্পে পতন দেখা যাচ্ছে। এখন অনেক নিয়মিত গ্রাহক এবং পুরনো পাখিপালক বন্ধু তাকে পাখির খাঁচা মেরামত করতে বলেন। তার কাজের গুরুত্ব পাখির খাঁচা তৈরি থেকে পাখির খাঁচা মেরামতের দিকে পরিবর্তিত হয়েছে।

ছেন ল্য ছাই বলেন, বাঁশের চটা ভেঙ্গে যায় কিংবা এর রং নষ্ট হয়। প্রতিটি পাখির খাঁচার ক্ষতিগ্রস্ত হওয়ার মাত্রা আলাদা। মেরামত প্রক্রিয়ায় ছেন ল্য ছাই প্রথমে খাঁচা প্রস্তুতকারকের কারুশিল্পের থিম বোঝার চেষ্টা করেন এবং তারপরে তিনি তার কারুকার্য অনুসরণ করে এটিকে মেরামত করেন। মেরামত প্রক্রিয়ায় তিনি বিভিন্ন মাস্টারের খাঁচা তৈরির শৈলী দেখতে পারেন। তিনি মনে করেন, নিজের স্টাইলে মেরামত করলে পাখির খাঁচাটি তার সৌন্দর্য হারাবে।

২০১৪ সালে পাখির খাঁচা তৈরির দক্ষতা হংকংয়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার ‘ঐতিহ্যগত হস্তশিল্প’ বিভাগে অন্তর্ভুক্ত হয়। পাখির খাঁচা তৈরির দক্ষতা অনেক তরুণ-তরুণীকে আকৃষ্ট করেছে। ছেন ল্য ছাই বলেন, খাঁচা তৈরির জন্য ধৈর্য ও সংকল্প প্রয়োজন। তিনি অনেক দক্ষতা অর্জন করেছেন এবং এসব দক্ষতা নিজের শিষ্যদের শেখাতে চান। তিনি চান না, এই হস্তশিল্প অদৃশ্য হয়ে যাক। যদি কারোর শেখার অবিচল ইচ্ছা থাকে, তাহলে তিনি অবশ্যই তাদের শেখাবেন।

সাম্প্রতিক বছরগুলোতে ছেন ল্য ছাই পর্যায়ক্রমে ৮ জন শিক্ষানবিশ নিয়েছেন এবং তারা ডিজাইন, ফাইনান্স ও নৃত্যসহ বিভিন্ন মহল থেকে এসেছেন।

নৃত্যশিল্প থেকে আসা ছেন ল্য ছাইয়ের একজন শিক্ষানবিশ হ্য চিয়া লু বলেন, “অতীতে হংকং সিনেমায় প্রায়ই পাখির খাঁচা দেখা যেত। এখন আমি খাঁচা তৈরি করার সুযোগ পেয়ে খুব খুশি।”

হ্য চিয়া লু বলেন, “আমার আশপাশের অনেক লোক মনে করেন, পাখির খাঁচা এমন একটি বিষয়, যার প্রতি আগ্রহ থাকবে কেবল বাবা-মা বা কিংবা দাদা-দাদির প্রজন্মের মানুষের। তারা বুঝতে পারেন না, কেন আমি শিখতে চাই। আমি সত্যিই শিখতে শুরু করার পর পাখির খাঁচা তৈরির প্রতিটি প্রক্রিয়া বুঝতে পারি। প্রতিটি পাখির খাঁচাকে শূন্য থেকে গড়ে উঠতে দেখতে পারি। এমন কৃতিত্বের অনুভূতির মতো আর কিছুই নেই।’