চীন-দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্টের যৌথ সাংবাদিক সম্মেলন
2023-08-23 17:20:21

অগাস্ট ২৩: গতকাল (মঙ্গলবার) দুপুরে, প্রিটোরিয়ায় প্রেসিডেন্ট ভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসা বৈঠক পরবর্তী এক যৌথ সাংবাদিক সম্মেলন আয়োজন করেন।

সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট রামাফোসার আমন্ত্রণে আবারও দক্ষিণ আফ্রিকা সফর করতে পেরে তিনি খুব আনন্দিত। এটি হল চীনের প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ আফ্রিকায় তাঁর চতুর্থ রাষ্ট্রীয় সফর।

তিনি বলেন, চলতি বছর হল চীন-দক্ষিণ আফ্রিকা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী। ২৫ বছরে দু’পক্ষের কৌশলগত আস্থা নতুন পর্যায়ে উন্নীত হয়েছে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে, বহুপক্ষীয় সহযোগিতা আরো ঘনিষ্ঠ হচ্ছে, চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক আরো প্রভাবশালী হচ্ছে।

সি চিন পিং বলেন, বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে সার্বিকভাবে চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন করছে, দক্ষিণ আফ্রিকাও সক্রিয়ভাবে নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ অনুসন্ধান করছে। চীন-দক্ষিণ আফ্রিকা সম্পর্ক নতুন উন্নয়ন সুযোগের মুখোমুখি হয়েছে। আমি এবং প্রেসিডেন্ট রামাফোসা ফলপ্রসূ বৈঠক করেছি, নতুন যুগের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করেছি। আমরা ধারাবাহিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেছি, আমি দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক সম্বন্ধে খুব আস্থাবান।

তিনি বলেন,

আমি এবং প্রেসিডেন্ট রামাফোসা একমত হয়েছি যে, দু’দেশ কৌশলগত অংশীদার হবে, দু’দেশ উচ্চ পর্যায়ের সুষ্ঠু বিনিময় বজায় রাখবে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করবে, স্থিতিশীলভাবে রাজনৈতিক আস্থা সম্প্রসারণ করবে, দেশ পরিচালনার অভিজ্ঞতার বিনিময় বাড়াবে এবং অব্যাহতভাবে পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমর্থন জানাবে।

 

সি চিন পিং বলেন, চীন দক্ষিণ আফ্রিকার আরো বেশি পণ্য আমদানি করতে, চীনা প্রতিষ্ঠানকে দক্ষিণ আফ্রিকায় পুঁজি বিনিয়োগের উত্সাহ দিতে, অব্যাহতভাবে দু’দেশের বিদ্যুত্, নতুন জ্বালানি এবং বিজ্ঞান খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী।

সি চিন পিং আরো উল্লেখ করেন, দু’দেশ জনগণের মৈত্রীতে অনেক গুরুত্ব দেয়। দু’দেশের উচিত সহযোগিতার খাতে জনগণ-কেন্দ্রিক চিন্তাধারা মেনে চলা, জনগণকে সহযোগিতার সুফল এনে দেওয়া। দক্ষিণ আফ্রিকা সরকার পেশাদার শিক্ষা এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান বাড়াতে যে চেষ্টা করছে- চীন তাতে সমর্থন জানায়। দু’পক্ষ শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন,

আমরা একমত হয়েছি যে, দু’দেশ ন্যায্যতা রক্ষায় অংশীদার হবে। চীন ও দক্ষিণ আফ্রিকা উভয় গুরুত্বপূর্ণ প্রভাবশালী উন্নয়নশীল দেশ ও নতুন বাজার রাষ্ট্র। দু’দেশের উচিত কৌশলগত সমন্বয় জোরদার করা, সত্যিকার অর্থে বহুপক্ষবাদ বাস্তবায়ন করা। চীন দৃঢ়ভাবে আফ্রিকার একীকরণ নির্মাণে সমর্থন করে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দক্ষিণ আফ্রিকার আরো বড় ভূমিকা পালনে সমর্থন করে।

জবাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা বলেন, দক্ষিণ আফ্রিকাকে চীন সরকার এবং জনগণ মহামারি প্রতিরোধের জন্য ব্যাপক সাহায্য দিয়েছিল, তাঁর দেশ এজন্য কৃতজ্ঞ। তিনি এবং প্রেসিডেন্ট সি আবারও ঘোষণা করেন যে, পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করবে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ জোরদার করবে, অবকাঠামো, পর্যটন, শিক্ষা, ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা বাড়াবে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)