‘বসন্তের সুন্দর দৃশ্য’
2023-08-23 13:46:52

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও চু-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছেন সিয়াও চু, তিনি চীনের ছুংছিং শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি বিশেষ করে চীনের ঐতিহ্যবাহী স্টাইলের সংগীত রচনা করেন এবং পরিবেশন করেন।

 

ছেন সিয়াও চু-এর প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে “ছাং আন শহর খোঁজা’, ‘শরত্কালের দুঃখ’, ‘আমার জন্য অপেক্ষা করো’সহ কয়েকটি গান। ২০০১ সালে তাঁর গান ‘ইয়াং মাস্টার, আমার জন্য অপেক্ষা করো’ প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও চু-এর গান ‘বসন্তের সুন্দর দৃশ্য’। গানের কথায় বলা হয়, আমরা স্মরণ করছি, সেই বসন্তকালের কথা বলছি। বসন্তের সুন্দর সময়, আমাদের মনে আছে, আমাদের গল্পগুলি। বলছি, সেই শীতকালে, শীতকালের সেই পাহাড়ের উপরে, বসন্তের চিহ্ন দেখা যায়। আমরা আস্তে আস্তে অতীতের কথা স্মরণ করি, হাল্কা বাতাস শীতের ঠান্ডা নিয়ে যায়। আমাদের চোখের বসন্ত, অনেক রহস্যময়। এটাই হল বসন্তের সুন্দর দৃশ্য।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও চু-এর গান ‘ইয়াং মাস্টার, আমার জন্য অপেক্ষা করো’। গানের কথায় বলা হয়, বসন্তকালে ফুল ফোটে, শীতকালে ফলন হয়। পানির মত চলে যায় সময়। আমি এখানে যে প্রতিশ্রুতি দিয়েছি, তোমার মনে আছে কি? সময় দ্রুত চলে যায়, সেই স্মৃতি, কখনই দূরে যায় না। যেটা ভোলা যায় না, তা হল তোমার চেহারা। ইয়াং মাস্টার, আমার জন্য অপেক্ষা করো, আমাকে এখানে ছেড়ে যেও না। পাহাড় ও নদী পার করে আমি তোমার কাছে থাকতে চাই। এই পৃথিবীর সবখানে তোমার সঙ্গে যেতে চাই। ইয়াং মাস্টার, আমার জন্য অপেক্ষা করো, আমার মনের অনেক কথা তোমাকে জানাতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছেন সিয়াও চু-এর গান ‘শরতকালের দুঃখ’। গানের কথায় বলা হয়, এই দুনিয়ায়, প্রেম যেন নদীর মত দীর্ঘ। সুন্দরভাবে ফোটা ফুলে নাচছে প্রজাপতি। শরত্কালে কেন এত দুঃখ হয়, একাকী পাখি দূরে চলে যায়। মনের দুশ্চিন্তা নিয়ে এই পৃথিবীকে জিজ্ঞেস করতে চাই, কেন মিলন এত মিষ্টি, আর বিদায় শীতের মত ঠান্ডা হয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেয়ার আগে আপনাদের শোনাবো ছেন সিয়াও চু-এর আরেকটি গান, গানের নাম ‘কাকে মিস করি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও চু-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)