‘ভেসে চলা’
2023-08-22 15:41:46

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

প্রিয় শ্রোতা, যে গান আপনারা শুনছেন তার নাম 'ভেসে চলা'। চীনের তাইওয়ানের বিখ্যাত নারী কন্ঠশিল্পী ছেন ছি চেন ইয়াং নেই ওয়েনের জন্য এ গান রচনা করেন। এখন শুনবেন 'প্রমাণ' শীর্ষক একটি গান। গানের কথা এমন: আমি উড়তে চাই, আমি মুক্তি চাই/ আমি চাই, যখন তুমি মিথ্যা বলবে তখন গভীর দুঃখ পাবে....

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী  ছেন ছি চেন ও ইয়াং নেই ওয়েনের কন্ঠে 'প্রমাণ' শীর্ষক গান। ২০১৩ সালে ডিসেম্বর মাসে ইয়াং নেই ওয়ান আমাদেরকে আরেকটি নতুন অ্যালবাম উপহার দেন। অ্যালবামের নাম 'জিরো' (zero)। এখন আমরা অ্যালবামের 'Missed calls' শিরোনামে একটি গান শুনব। গানে বলা হয়েছে যে, বিরহের পর প্রেমিকের কথা মনে পড়লেও, 'Missed calls'-এর মতো এর কোনো উত্তর পাওয়া যায় না। শুনুন তাহলে গানটি।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী ইয়াং নাই ওয়েন’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং চং ওয়েই’র কন্ঠে গান শোনাবো। 'আসলে কিছুই নেই' হলো ইয়াও চুং ওয়েই’র তৃতীয় অ্যালবামের একটি গান। ইয়াং চুং ওয়েই নিজে এই গানের কথা লিখেছেন। গানে তিনি গত কয়েক বছরে গায়ক হিসেবে নিজের অনুভূতি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‌'সংগীত ছাড়া আমার কিছুই নেই। কর্কশ কণ্ঠে ছোট ছোট দুঃখ গেয়েছি আমি।'

শ্রোতাবন্ধুরা, শুনুন তাহলে তার কণ্ঠে এগানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং চং ওয়েই’র কন্ঠে 'আসলে কিছুই নেই' শীর্ষক গান। এখন আমি আপনাদের শোনাতে চাই তাঁর কন্ঠে আমার প্রিয় একটি গান। এটি নারী কন্ঠশিল্পী ইয়ে পেই'এর সঙ্গে গাওয়া তাঁর একটি দ্বৈতসঙ্গীত। গানের নাম 'আমাদের যেন কোথায় দেখা হয়েছিলো'। গানের কথা: 'তুমি জানো, আমাদের যেন কোথায় দেখা হয়েছিলো? সে সময়ের তুমি ছিলে একজন শিশু আর আমি তোমার জানালার নিচে দাঁড়িয়ে থাকতাম। আমি তোমার নাম দেয়ালের ওপর লিখে রাখতাম, আর তুমি আমার চেহারা আঁকতে!'

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং চং ওয়েই’র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং সিন চে’র কন্ঠে গান শোনাবো। এটি দক্ষিণ কোরিয়ার একটি টেলি সিরিয়ালের থিম সংগীত। গানের চীনা নাম 'শুরু থেকে এ পর্যন্ত'। এ টেলি সিরিয়ালের নাম 'শীতকালের প্রেমের গান'। এ টেলি সিরিয়ালের গল্প খুবই সুন্দর। চলুন, একসাথে গানটি শুনি আমরা।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)