‘আমি অনেক ব্যস্ত’
2023-08-22 15:33:42

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী হুয়াং লি লিন’র কন্ঠে ‘আমি অনেক ব্যস্ত’ শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর পরিচয় দিয়েছি। তিনি আমার একজন প্রিয় কন্ঠশিল্পী। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সুখের পরে কী?' শীর্ষক গান শোনাবো। গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন হয়: সারারাত ঘুমুতে পারি না, চিন্তা করেছি, কার পরিবর্তন ঘটলো?/ আমি রাগ করে কাঁদি, অন্ধকার রাতে তুমি পাশে শুয়ে থাকো, তবে তোমার হৃদয় স্পর্শ করতে পারি না/ প্রতিদিন রাতে আমরা বিপরীত দিকে যাওয়া ট্রেনের মতো পরস্পরকে দেখি, প্রেমের গভীরতা কিভাবে নির্ধারণ করা যায়?/ তুমি কি জানো, কতোদিন তুমি আমাকে ভালোবাসার কথা বলনি?... চলুন, আমরা গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী হুয়াং লি লিন’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে তাইওয়ানের নারী কন্ঠশীল্পী চিয়াং মেই ছি’র গান শোনাবো। ২০০১-২০০৩ সালে চিয়াং মে ছির পেশাদার শিল্পী জীবন একটি স্থিতিশীল পর্যায়ে প্রবেশ করে। তার তিনটা অ্যালবাম ভালো করে এবং মানুষ তাঁর শিল্পী-প্রতিভার স্বীকৃতি দেয়। শ্রোতাদের কাছে তিনি 'হিলিং গায়িকা' বলে পরিচিত হয়ে ওঠেন। কারণ, বলা হয় তার গান শুনলে মনের ঘা ভালো হয়ে যায়। এখন শুনুন ২০০১ সালে প্রকাশিত 'সেরা বন্ধু' শীর্ষক একটি গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী চিয়াং মেই ছি’র কন্ঠে 'মনে রাখা' শীর্ষক গান। ২০০২ সালে চিয়াং মে ছির নতুন একটি অ্যালবাম প্রকাশিত হয়। তাইওয়ানের কয়েকজন বিখ্যাত সুরকার এ অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেন। অ্যালবামের মূল গানটি তিনি অত্যন্ত যত্ন করে রেকর্ড করেন। গানটি বারবার গেয়েও যখন তিনি সন্তুষ্ট হচ্ছিলেন না, তখন তিনি স্টুডিওতে কান্নায় ভেঙেও পড়েন। চলুন, এই বিশেষ গানটি শুনি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী চিয়াং মেই ছি’র কন্ঠে গান। ২০০৩ সালে চিয়াং মে ছি প্রকাশ করেন 'বন্ধুর বন্ধু' শীর্ষক একটি অ্যালবাম। 'বন্ধুর বন্ধু' এ অ্যালবামের প্রধান গান। গানটিতে বলা হয়েছে: আমরা ছিলাম এ বিশ্বে সবচেয়ে ঘনিষ্ঠ দু'জন মানুষ/ এখন আমাদের শুধু কয়েকজন সাধারণ বন্ধু আছে/ এখন আমরা পরস্পরের বন্ধুর বন্ধু।

শুনুন তাহলে গানটি।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী চিয়াং মেই ছি’র কন্ঠে 'বন্ধুর বন্ধু' শীর্ষক গান। ২০০৪ সাল থেকে চিয়াং মে ছির পেশাদার শিল্পী-জীবন আবারও সংকট পরে। তখন তাইওয়ানের সংগীত-বাজারে ধস নামে এবং তাঁর কোম্পানি তাঁর সঙ্গে আর কাজ না-করার সিদ্ধান্ত নেয়। তখনকার বিখ্যাত গায়িকা চাই ছিন চিয়াং মে ছিকে আবার আবিষ্কার করেন এবং তার প্রস্তাবে চিয়াং মে ছি মিউজিক ভিডিওতে কাজ করা শুরু করেন। অপ্রত্যাশিতভাবে চিয়াং মে ছি এ ক্ষেত্রে সাফল্য অর্জন করে আবার নিজের পুরনো ফর্মে ফিরে আসেন। এখন আমরা শুনব 'আমার মন সাগরের মতো' শীর্ষক একটি মিউজিক ভিডিও।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)