সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করেছে। তারা নিজের চোখে সিনচিয়াং দেখেছেন। তাদের মধ্যে জনাব তাসনিম মহসিন মিশু একজন। তিনি দৈনিক সমকালের কূটনৈতিক প্রতিবেদক। তাঁর চোখে সিনচিয়াং কেমন? চলুন, কথা বলি তাঁর সঙ্গে।